মুম্বই: আইপিএলের মাঠে সঞ্চালকের ভূমিকায় দেখা মিলেছিল তাঁর৷ তাঁকে দেখা গিয়েছে দক্ষিণী ছবিতে৷ তিনি যে যে ক্ষেত্রে পা রেখেছেন, সেই সেই ক্ষেত্রেই ভূরি ভূরি প্রশংসা কুড়িয়েছেন৷ তবে এবার কাজের জন্য নয়, ফোকাস কাড়লেন চর্চিত প্রেমিকের হাত ধরে!
আরও পড়ুন- মাতৃহারা হলেন অভিনেত্রী অপরাজিতা, নিজের জন্মদিনের কয়েকদিন পরই ধাক্কা
কথা হচ্ছে, লেখা ওয়াশিংটনকে নিয়ে। সম্প্রতি বলিউড অভিনেতা ইমরান খানের সঙ্গে ক্যামেরাবন্দী হন লেখা৷ সেখানে একে অপরের হাত ধরে খোশমেজাজে হাঁটতে দেখা যায় তাঁদের। আর এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা৷ চলছে সম্পর্কের নতুন রসায়নের খোঁজ৷
১৯৮৪ সালের ৩০ এপ্রিল চেন্নাইয়ে জন্ম লেখার। তাঁর বাবা ইতালীয়৷ কিন্তু, মা মারাঠি৷ চেন্নাই শহরেই বেড়ে ওঠা লেখার৷ সেখানেই স্কুল এবং কলেজের পাঠ শেষ করে আমদাবাদে প্রোডাক্ট ডিজাইনিং নিয়ে পড়াশোনা শুরু করেন। পরে ছবি নির্মাণ নিয়েও পড়াশোনা করেন তিনি।
বরাবরই ভাস্কর্যের প্রতি আগ্রহ ছিল লেখার। মাত্র ৮ বছর বয়সে ময়দার দলা দিয়ে মূর্তি গড়ে সকলকে অবাক করেছিলেন তিনি। আমদাবাদে পড়াকালীন তিনটি শর্ট ফিল্মও তৈরি করেছিলেন অভিনেত্রী।
চেতন শাহ নির্মিত ‘ফ্রেমড’ নামে একটি ইংরেজি ছবিতেও অভিনয় করেন লেখা। ওই ছবিতে তাঁর কাজ দেখার পরই একটি চ্যানেলের তরফে তাঁকে মিউজিক ভিডিয়ো জকি পদে চাকরির জন্য প্রস্তাব দেওয়া হয়। সেই চাকরির অফার গ্রহণও করেছিলেন তিনি।
এক সময় চেন্নাইয়ে বিভিন্ন মঞ্চে থিয়েটার করে বেরাতেন লেখা ওয়াশিংটন। এদিকে সেই সময়ে তামিল ছবি ‘কেত্তাভান’-এর জন্য নায়িকার খোঁজ করছিলেন ওই ছবির পরিচালক এবং অভিনেতা। তাঁদের প্রথম পছন্দ ছিল সানা খান। কিন্তু, প্রেক্ষাগৃহে সিনেমা দেখতে গিয়ে তাঁদের নজরে আসেন লেখা৷ এবং সরাসরি তাঁকে মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। কিন্তু ছবির কাজ বারবার পিছিয়ে যেতে থাকে। অবশেষে অভিনেতা এবং পরিচালকের মতবিরোধের জেরে কাজই বন্ধ হয়ে যায়।
তবে লেখার অভিনয় সফর থেমে থাকেনি৷ কখনও তামিল গানের ভিডিয়োতে, কখনও বা তামিল এবং তেলুগু ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন৷ ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখন আইপিএলের একটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয় লেখাকে। তিনি ছিলেন চেন্নাই সুপার কিংসের একনিষ্ঠ ভক্ত৷ সঞ্চালনার কাজের জন্য ক্রিকেটের খুঁটিনাটি জানতে বিভিন্ন জার্নাল পড়া শুরু করেন। সেই সময় অজয় জাডেজার সাহায্যও নিয়েছিলেন অভিনেত্রী।
লেখার ওই অনুষ্ঠান জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল৷ যা দেখে ছবির প্রযোজকরা তাঁর কাছে প্রস্তাব নিয়ে আসতে শুরু করে। অভিনয়ের পাশাপাশি ২০১১ সালে নিজস্ব একটি প্রোডাক্ট ডিজাইনিংয়ের সংস্থা খোলেন লেখা ওয়াশিংটন। কখনও চেয়ার তৈরি করেন, কখনও বা আলো নিয়ে খেলা করে নতুন নতুন জিনিস বানান এই অভিনেত্রী৷
২০১৭ সালের ১৮ নভেম্বর পাবলো বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় তাঁর৷ কিন্তু তাঁদের সেই সম্পর্ক টেকেনি। বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এদিকে, পাবলোর কাছের বন্ধু ছিলেন ইমরান খান। এর আগে ২০১৩ সালে ‘মটরু কি বিজলি কা মন্ডোলা’ ছবিতে ইমরানের সঙ্গে কাজও করেছিলেন লেখা৷ সেখান থেকেই লেখার সঙ্গে অভিনেতার বন্ধুত্ব গভীর হয়েছিল। ইমরানের সঙ্গে লেখাকে মাঝেমধ্যে দেখাও যেত৷ বলিপাড়ায় কারও কারও অনুমান ছিল, তাঁরা দু’জনে সম্পর্কে রয়েছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>