আপনি সেলফ গোল করে দিয়েছেন, দিদিকে ফুটবল খোঁচা মোদীর

আপনি সেলফ গোল করে দিয়েছেন, দিদিকে ফুটবল খোঁচা মোদীর

কোচবিহার:  ভোটর উত্তাপ বাড়িয়ে ফের বঙ্গে নরেন্দ্র মোদী৷ কোচবিহার থেকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বাংলার মানুষকে অপমান করার অভিযোগে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেত্রীকে৷ বললেন আপনি হেরে গিয়েছেন৷ 

আরও পড়ুন-  সকাল থেকে ১০০টা এফআইআর করেছেন মমতা! প্রার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ

এদিন নমো বলেন, রাজ্যে ৮০ শতাংশের উপর ভোট পড়েছে৷ অথচ দিদি খুশি নন৷ আমি মুখ্যমন্ত্রী হলে গর্ব করতাম৷ বিজেপি’র সভাতেই এখন প্রচুর মানুষ আসছেন৷ কিন্তু দিদি বলছেন, যাঁরা বিজেপি’র সভায় আসছে তাঁরা নাকি টাকা নিয়ে আসেন৷ আপনারা কি টাকা নিয়ে এখানে এসেছেন? আপনারা কি এখানে আসার জন্য কোনও টাকা পাবেন? দিদি আপনাদের উপর মিথ্যে দোষারোপ করছে৷ দিদি আপনাদের বদনাম করছেন৷ দিদি আপনাদের অপমান করছেন৷ এই নির্বাচনে দিদিকে তার সাজা দিতে হবে৷ আর পদ্মফুলের বোতাম টিপেই তা করতে হবে৷ 

আরও পড়ুন- দিদি বলছেন সব মুসলিন এক হও, সব হিন্দুদের এক হও বললে আমার চুল ছিঁড়ে দিতেন, মোদী

তাঁর কথায়, বাংলার সৎ মানুষের উপর দিদির এই মিথ্যে অভিযোগই বলছে উনি ভোটে হেরে গিয়েছেন৷ প্রধানমন্ত্রী আরও বলেন, দিদির তিলক পড়া মানুষ, টিকিওয়ালা মানুষদের নিয়েও সমস্যা৷ সংস্যা গেরুয়া রঙেও৷ আসলে দিদির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে৷ ওঁনার হার নিশ্চিত৷ খোঁচা দিয়ে মোদী আরও বলেন, দিদি লোকে বলে আপনি নাকি ভালো ফুটবল খেলতে পারেন৷ আমি শুনেছি ফুটবলে সেলফ গোল বলে একটা কথা আছে৷ আপনি সেলফ গোল করে দিয়েছেন৷ আপনি নিজেই নিজের সত্য স্বীকার করে নিয়েছেন৷ শিক্ষিক নিয়োগ থেকে, চাকরি সব ক্ষেত্রে শুধুই তুষ্টিকরণ করেছেন৷ ১০ বছর ধরে আপনার তোলাবাজরা বাংলাকে লুঠ করেছে৷ মা-বোনকে কাঁদিয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =