বাড়তি রেশন, পেনশনের ঘোষণা কেজিওয়ালের, ১০০০ টাকা দিচ্ছেন আদিত্যনাথ

বাড়তি রেশন, পেনশনের ঘোষণা কেজিওয়ালের, ১০০০ টাকা দিচ্ছেন আদিত্যনাথ

7aa320093d8f1a197a87f946b42c902b

নয়াদিল্লি:  করোনা আতঙ্কে ডুবেছে দেশ৷ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এই অবস্থায় রাজ্যবাসীকে  সুখবর দিলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷

রাজধানীর রেশন প্রকল্পের অন্তর্গত ৭২ লক্ষ মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ শনিবার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এবার থেকে ৫ কেজির বদলে মাথাপিছু ৭.৫ কেজি করে রেশন পাবেন দিল্লির মানুষ৷ তিনি আরও বলেন, ক্রমেই জটিল হচ্ছে করোনা পরিস্থিতি৷ এই পরিস্থিতির কথা বিবেচনা করেই বয়স্ক, বিধবা এবং প্রবিবন্ধী মানুষদের পেনসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি সরকার৷

অন্যদিকে, শনিবার রাজ্যের ১৫ লক্ষ দিনমজুর এবং ২০ লক্ষ ৩৭ হাজার নির্মাণকর্মীকে মাসে হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেই সঙ্গে ১.৬৫ কোটি পরিবারকে এক মাসের রেশন দেওয়া হবে বলেও জানান তিনি৷ এদিন ট্যুইট করে আদিত্যনাথ বলেন, শ্রম শুল্ক দফতর থেকে শ্রমিকদের এই টাকা দেওয়া হবে৷ এই টাকা পেতে শীঘ্র অ্যাকাউন্ট খোলার কথাও জানিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *