বাংলাতেও ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ করতে চান যোগী, প্রচারে এসে ঘোষণা

বাংলাতেও ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ করতে চান যোগী, প্রচারে এসে ঘোষণা

চাঁপদানি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় এসে বারবার ইউপি মডেল নিয়ে প্রচার করেছেন। তিনি এও জানিয়েছেন যে ইউপি মডেল বাংলাতে চালু করা হবে। সেই প্রেক্ষিতে আজ বাংলায় ফের একবার প্রচারে এসে অ্যান্টি রোমিও স্কোয়াড নিয়ে ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। তিনি বললেন, নারী সুরক্ষায় উত্তরপ্রদেশের মডেল অনুযায়ী বাংলাতেও অ্যান্টি রোমিও স্কোয়াড গঠন করা হবে। মূলত মেয়েদের স্কুলের বাইরে মোতায়েন থাকবে তারা। 

এদিন যোগী জানান, নারী সুরক্ষায় এই ধরনের স্কোয়াড গঠন করে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের জেলে পুড়বে ভারতীয় জনতা পার্টির সরকার। এর পাশাপাশি রাজ্যের বেকার যুবক এবং যুবতীদের চাকরি দেওয়া হবে, একইসঙ্গে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সোনার বাংলা গঠন হবে বলে এদিন ফের একবার দাবি করেন তিনি। একইসঙ্গে যোগীর দাবি, ২ মে’র পর সারা বাংলা জুড়ে জয় শ্রীরাম ধ্বনি উঠবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেও এই শ্লোগান দিতে শুরু করবেন। এর পাশাপাশি তিনি আরো বলেছেন, কেন্দ্রীয় সরকার যে সমস্ত প্রকল্পের জন্য টাকা দিয়েছে তা আদতে তৃণমূল কংগ্রেস তাদের গুন্ডাদের দিয়ে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে এইসব গুন্ডাদের জেলে ঢোকাবে। যোগীর কথায়, বাংলায় এখন সাধারণ মানুষ অত্যাচারিত এই তৃণমূল গুন্ডাদের হাতে। তাই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলায় শান্তি ফিরে আসবে। 

একইসঙ্গে এদিন ফের একবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করলেন যে বাংলায় দূর্গাপূজো করতে দেওয়া হয় না! তিনি বলেন, উত্তরপ্রদেশে কেউ গো হত্যা করলে তাকে জেলে যেতে হয় কিন্তু বাংলায় যারা গো হত্যা করে তাদের আড়াল করে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বাংলায় দুর্গাপূজা এবং সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে নাগরিকত্ব আইন নিয়ে যখন বাংলায় অশান্তির তখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সমর্থন করে তাদের আড়াল করেছেন বলে অভিযোগ করেন যোগী আদিত্যনাথ। একইভাবে তুষ্টিকরণের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =