মুম্বই: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবন বিপন্ন! তাঁদের নামে খুনের হুমকি দিয়ে ইমেল এসেছে সিআরপিএফ দফতরে। কয়েক দিন আগে এই ইমেল এলেও, মঙ্গলবার সিআরপিএফের তরফে তা প্রকাশ করা হয়েছে৷
দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোরও হুমকি দেওয়া হয়েছে ওই মেলে৷ গত কয়েক দিন ধরেই পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে রয়েছে ভোট। এমতবস্থায় দেশের দুই হেভিওয়েট নেতাকে এভাবে প্রাণনাশের হুমকির ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন৷ ইতিমধ্যেই সিআরপিএফের তরফে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এই মেল সম্পর্কে জানানো হয়েছে।
সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে, ওই মেলে লেখা রয়েছে, শাহ ও যোগীর জীবন বিপন্ন ৷ কেবল যোগী ও অমিত শাহকে খুনের হুমকিই নয়, সেই সঙ্গে দেশজুড়ে ধর্মীয় স্থান ও গুরুত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক ভাবে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে ওই মেলে। এছাড়া দুই নেতাকে হত্যার হুমকি প্রসঙ্গে বলা হয়েছে, ১১ জন আত্মঘাতী বিস্ফোরক প্রস্তুত রয়েছে হামলা চালানোর জন্য। এই হুমকি মেল পাওয়ার পর থেকেই তত্পরতা শুরু হয়েছে নিরাপত্তা কর্মীদের মধ্যে ৷ বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা৷ সেই সঙ্গে কারা এই মেল পাঠাল বা কোথা থেকে এল, তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷
প্রসঙ্গত, এর আগেও যোগী আদিত্যনাথকে খুন করা হবে বলে হুমকি দিয়ে মেসেজ এসেছিল। তখন উত্তরপ্রদেশের ১১২ হেল্পডেস্কের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ এসেছিল৷ সেখানে বলা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে একে-৪৭ দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হবে যোগীকে। এমনকি সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছিল, ‘ক্ষমতা থাকলে আমাকে খুঁজে বের কর।’ যোগীকে হুমকির পর্ব এখানেই শেষ নয়, গত বছরের ২১ নভেম্বর ওই নম্বরেই খুনের হুমকি বার্তা এসেছিল। তবে সেক্ষেত্রে অভিযুক্তকে খুঁজে বের করা হয়েছিল। আগ্রা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযুক্ত একজন নাবালক বলে জানা গিয়েছিল।