নয়াদিল্লি: করোনা মোকাবিলায় একজোট হয়েছে বিশ্বের সমস্ত দেশ। সোশ্যাল মিডিয়ার মেসেজে বা জনসাধারণের মধ্যে রব উঠেছিল, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পাবে করোনা ভাইরাসের ক্ষমতা। কিন্তু সেই ভরসাও নস্যাৎ করে দিল ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন ফিলিপিন্স। ঠান্ডা হোক বা গরম, কোনও বাধাই করোনা মোকাবিলায় যথেষ্ট নয় বলেই দাবি জানিয়েছে তারা। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ।
শীত কেটে গরম বাড়তেই রাজ্যের মানুষ ভেবেছিলেন, করোনা থেকে বোধহয় অব্যাহতি মিলবে অবশেষে। তার কারণ অবশ্য, গুজব রটেছিল যে, উষ্ণতার সঙ্গে করোনা ভাইরাসের ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। সেই গুজব একেবারেই উড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফিলিপিন্স। গত মাসে তাদের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা একটি টুইট সেই কথাই বলছে। টুইটটিতে প্রশ্নোত্তরে বলা হয় সেই কথা। প্রশ্নে বলা হয়েছিল, করোনা ভাইরাস কি গরম বা আর্দ্র আবহাওয়ায় বাঁচতে পারে? তার উত্তরে পেজ থেকে বলা হয়েছে, হ্যাঁ, গরম ও আর্দ্র আবহাওয়ায়ও ছড়াতে পারে করোনা। এমনকী, শুষ্ক ও ঠান্ডা আবহাওয়াতেও যে করোনা সক্রিয়, সেই কথাও জানিয়েছে তারা। তাদের কথায়, আবহাওয়া যেরকমই হোক না কেন, করোনা ভাইরাস রুখতে আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এক্ষেত্রে বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছে তারা।
We answer more rumours and myths about the 2019 novel #coronavirus.
Q: Can the new coronavirus (2019-nCoV) survive in hot and humid climates?
A: Yes, 2019-nCoV has spread to countries with both hot and humid climates, as well as cold and dry. pic.twitter.com/W2hIkPusin
— World Health Organization Philippines (@WHOPhilippines) February 8, 2020