নারী দিবসে কৃষক আন্দোলনের ঝাঁঝ বাড়ালেন মহিলারা! বৃহত্তর কর্মসূচির ডাক অন্নদাতাদের

রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী প্রচারে নামার হুঁশিয়ারিও দিয়েছেন কৃষক নেতারা

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন নিয়ে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পাঞ্জাব হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে অসংখ্য কৃষক নিজেদের দাবি আদায়ের জন্য পারি দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। অন্নদাতা কৃষকদের সঙ্গে সুর মিলিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। যত দিন এগিয়েছে, ততই যেন সমাধানের বদলে আরো জটিল হয়েছে কৃষক আন্দোলন। আজ নারী দিবসের দিন রাজধানীতে কেন্দ্রবিরোধী সেই আন্দোলনকেই আরো জোরদার করতে চলেছেন মেয়েরা।

দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে আজ যোগ দেবেন মহিলা বিক্ষোভকারীরাও, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। এ ব্যাপারে নিজেদের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন আন্দোলনকারী কৃষক সংগঠন সম্যুক্ত কিষান মোর্চার (SKM) নেতা যোগেন্দ্র যাদব। শুধু দিল্লি সীমান্তেই নয়, দেশের নানা প্রান্তে আন্দোলনকারী কৃষকদের সঙ্গেই আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে যোগ দেবেন মহিলারা। কেন্দ্র সরকার এবং তাদের তৈরি তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদের স্বর আরো জোরদার করাই এই কর্মসূচির উদ্দেশ্য।

সম্যুক্ত কিষান মোর্চার তরফে জানানো হয়েছে, আগামী দিনে যে কটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন আসন্ন, সে সমস্ত জায়গাতেও কেন্দ্র বিরোধী প্রচার তথা প্রতিবাদে সামিল হওয়ার কথা ভাবছেন তাঁরা। রাজ্য গুলিতে বিজেপিকে ভোট না দেওয়ার আর্জি নিয়ে যাবেন কৃষক সংগঠনের নেতারা। এ ব্যাপারে যোগেন্দ্র যাদব জানিয়েছেন, “বিধানসভা নির্বাচনে আমরা এই দলটিকে (বিজেপি) শাস্তি দেওয়ার আর্জি জানাবো মানুষের কাছে। নির্বাচনী আবহে আবৃত রাজ্যগুলিতে আমরা যাব। এই কর্মসূচি আগামী ১২ মার্চ কলকাতা থেকে শুরু হবে।”

উল্লেখ্য, কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন ১০০ দিন অতিক্রম করেছে। দফায় দফায় সরকারের সঙ্গে আলোচনায় বসলেও মেলেনি কোনো সমাধানসূত্র। দুই পক্ষই নিজেদের জায়গায় অনড়। ফলে জটিল থেকে জটিলতর হয়েছে কৃষি আইন বিরোধী আন্দোলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =