সন্তানকে নিয়েই ভোটের ডিউটি করতে পারবেন মা! অভিনব উদ্যোগ প্রশাসনের

পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের এই উদ্যোগে মৌখিক সম্মতি দিয়েছে কমিশন

মেদিনীপুর: একুশের বিধানসভা নির্বাচনের আগে সম্প্রতি ভোট নির্ঘন্ট প্রকাশ করেছে নিবার্চন কমিশন।বাংলাতেও জোরকদমে চলছে ভোটের প্রস্তুতি। রাজ্যের ভোট কর্মীদের প্রশিক্ষণ এখন প্রায় শেষ পর্যায়ে। এমতাবস্থায় কর্মীদের সুবিধার জন্য নতুন নির্দেশিকা জারি করল প্রশাসন।

কোনো মহিলা ভোটকর্মী যদি তাঁর সন্তানের দেখাশোনা করতে চান, তবে বুথের পাশেই তাকে রাখা যাবে, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। বলা হয়েছে চাইলে বুথের পাশের একটি ঘরে সন্তানকে রেখে নিজের কর্তব্য পালন করতে পারবেন মহিলা ভোটকর্মী। শুধু তাই নয়, চাইলে পরিবারের কোনো একজন সদস্যকেও বুথের পাশের ঘরে রেখে সন্তানের পরিচর্যা করানো যাবে বলে জানিয়েছে প্রশাসন। এই ব্যবস্থার জন্য ভোটকর্মীর সন্তান এবং পরিবারের সদস্যকে আলাদা করে দেওয়া হবে পরিচয়পত্র।

তবে মহিলা ভোটকর্মীদের জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে শুধু পশ্চিম মেদিনীপুরেই। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক রশ্মি কমল নির্বাচন কমিশনের একটি ভিডিও বার্তায় এই ব্যবস্থার কথা জানিয়েছেন। তা শোনার পর কমিশনের তরফে মৌখিক সম্মতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

বস্তুত, করোনা পরবর্তী সময়ে এবার আট দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে। স্বাস্থ্য বিধি মানতে গিয়ে বেড়ে গেছে বুথের সংখ্যাও। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরে এবার মহিলা পরিচালিত বুথের সংখ্যা ৮৪৯টি। ফলে মহিলা ভোটকর্মী থাকছেন প্রায় ৪ হাজার। তাঁরাই নানা সমস্যার কথা জানিয়ে জেলা শাসককে চিঠি দেওয়ায় এই নতুন ব্যবস্থার কথা ভাবা হয়েছে। অনেক কর্মীই জানিয়েছেন, তাঁদের বাড়িতে সন্তানের বয়স ৫ বছরের কম। শিশুকে বাড়িতে রেখে ভোটের ডিউটিতে আগের দিন রাত থেকেই কীভাবে বুথে যাবেন তা নিয়ে মহা বিপাকে পড়েছিলেন মহিলারা। কিন্তু জেলা শাসকের এই উদ্যোগে রীতিমতো আপ্লুত পশ্চিম মেদিনীপুরের মহিলা ভোটকর্মীরা। উল্লেখ্য, ইতিমধ্যে শেষ হয়েছে মহিলা ভোটকর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ। দ্বিতীয় পর্যায়ও শুরু হবে শিগগিরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *