বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ৮১-র বৃদ্ধের ঔরসে অন্তঃসত্ত্বা পরিচারিকা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, ৮১-র বৃদ্ধের ঔরসে অন্তঃসত্ত্বা পরিচারিকা

মালদহ: বিবাহিত পরিচারিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ৷ এতে ওই মহিলা গর্ভবতী হয়ে পড়লে জোর করে তাঁর গর্ভপাত করানোর চেষ্টা হয় বলেও অভিযোগ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়৷ 

অভিযোগ, অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা৷ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন অশিতীপর শেখ তৈমুর রহমান৷ এতেই গর্ভবতী হয়ে পড়েন তিনি৷ জানা গিয়েছে, অভিযোগকারিণী মহিলা তিন সন্তানের মা। তাঁর অভিযোগ, মাসখানেক ধরেই বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন ৮১ বছরের রহমান। তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জোর করে তাঁকে গর্ভপাত করানোর চেষ্টা হয়। অভিযুক্ত ব্যক্তি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিতোল গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এলাকায় তাঁর বেশ প্রভাব প্রতিপত্তি রয়েছে বলেও জানা গিয়েছে।

নির্যাতিতা মহিলার অভিযোগ, তাঁরা অত্যন্ত দরিদ্র৷ সেই সুযোগ কাজে লাগিয়েই তাঁকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেয়৷ টাকার প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করেন৷ কিন্তু তিনি অন্তঃসত্ত্বা জানার পরেও বিয়ে করতে রাজি হননি রহমান৷ এর পরেই থানায় অভিযোগ জানান ওই মহিলা৷ এদিকে, থানায় অভিযোগ দায়ের হলেই পলাতাক বৃদ্ধ৷ ওই মহিলার স্বামী গত দু’বছর ধরে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন৷তিন সন্তান নিয়ে মালদহে একাই থাকতেন নির্যাতিতা৷ সংসার চালাতেই কাজ নিয়েছিলেন তৈমুর রহমানের বাড়িতে৷ তাঁর অভিযোগ, তাঁকে ক্রমাগত খুনের হুমকি দেওয়া হচ্ছে৷ ৬ লক্ষ টাকা নিয়ে মুখ বন্ধ করার প্রস্তাবও দেওয়া হয়েছে৷ কিন্তু তিনি তা উপেক্ষা করে পুলিশের দ্বারস্থ হন৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *