বুকে লেখা ‘একলা চলো রে’! নিজের প্রথম ‘বিবাহবার্ষিকী’ পালন ‘সোলোগামি’ সেই তরুণীর

বুকে লেখা ‘একলা চলো রে’! নিজের প্রথম ‘বিবাহবার্ষিকী’ পালন ‘সোলোগামি’ সেই তরুণীর

 নয়াদিল্লি: ভারতের প্রথম ‘সোলোগামি’৷ নিজেকে ভালোবেসে নিজের সিঁথিতেই সিঁদুর পরিয়েছিলেন গুজরাটের তরুণী ক্ষমা বিন্দু। সেই বিয়ের এক বছর পূর্তি হল৷ শুক্রবার জীবনের বিশেষ দিনটি উদযাপন করলেন ক্ষমা। নিজের প্রথম ‘বিবাহবার্ষিকী’-তে একটি ভিডিয়োও শেয়ার করেছেন সমাজমাধ্যমে। সেখানে একা-একাই তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা গিয়েছে। নিজের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত চুটিয়ে উপভোগ করেছেন তিনি৷ সেইসঙ্গে ওই ভিডিয়োয় ধরা পড়েছে তাঁর বুকের এক ঝলক৷ তাতে বাংলা হরফে লেখা, ‘একলা চলো রে’৷ এই ট্যাটু নজর কেড়েছে নেটিজেনদের৷ তাঁর পোস্ট করা ভিডিয়ো নেটপাড়ার ভাইরাল হয়েছে৷ 

গত বছর ৯ জুন নিজেকে ‘বিয়ে’ করেছিলেন গুজরাটের ভদোদরার এই তরুণী৷ প্রথমে ঠিক ছিল ১১ জুন বিয়ে হবে৷ তবে দেশজুড়ে বিতর্কের জেরে বিয়ের দিন এগিয়ে আনা হয়৷ আর পাঁচটা বিয়ের মতোই গায়ে হলুদ, মেহেন্দি শেষে মন্ত্রোচ্চারণে বিয়ে সম্পন্ন হয়৷ ক্ষমার বিয়ের ছবি নেট পাড়ায় ভাইরাল হয়ে যায়৷ ‘বিয়ে’-র পর সিঁদুর এবং  মঙ্গলসূত্রও পরে নেন এই তরুণী। তা নিয়ে বিস্তর বিতর্ক হলেও, কর্ণপাত করেননি ক্ষমা। এদিন নিজের প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন তিনি৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 6 =