বেঙ্গালুরু: ফের মাঝ আকাশে পৃথিবীর আলো দেখল এক নবজাতক। এবারও বিমান সংস্থা ইন্ডিগো৷ বুধবার ইন্ডিগোর বেঙ্গালুরু থেক জয়পুরগামী বিমানে এক মহিলা কন্যাসন্তান প্রসব করেন৷ জানা গিয়েছে , বিমানের (৪৬৯ ই৬) ক্রু সদস্য ও ওই একই বিমানে সফররত চিকিৎসক শুবাহানা নাজিরের সহায়তায় শিশুটির জন্ম হয়েছে।
শিশুটি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই জয়পুর বিমানবন্দরে যোগাযোগ করেন ক্রু সদস্যরা এবং ওই মহিলা ও তাঁর সদ্যোজাতর জন্য একজন চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করে রাখতে বলা হয়৷ চিকিৎসক শুবাহানা নাজির সৌভাগ্যক্রমে ওই বিমানেই সফর করছিলেন এবং ওই মহিলার প্রসব যন্ত্রণা হতেই তাঁর সহায়তায় এই প্রসব সম্ভব হয়, তিনি বলেন, ‘মা ও শিশু দু’জনের অবস্থাই স্থিতিশীল।’ ইন্ডিগোর পক্ষ থেকে ওই চিকিৎসককে জয়পুর বিমানবন্দরে স্বাগত জানানো হয় এবং বিমানবন্দরের কর্মীরা ‘ধন্যবাদ’ জানাতে তাঁর হাতে একটি কার্ড তুলে দেন।
জানা গিয়েছে, ভোর ৫টা ৪৫ নাগাদ বেঙ্গালুরু থেকে বিমানটি জয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় এবং জয়পুর বিমানবন্দরে অবতরণ করে সকাল ৮টার সময়। এরই মধ্যে বিমানের ভেতর এক শিশুর জন্ম হয়ে যায়। এই ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও বহুবার মাঝ আকাশে বিমানের মধ্যেই বেশ কয়েকজন মহিলা সন্তানের জন্ম দিয়েছেন। গত বছর এই ইন্ডিগোর বিমানেই এক মহিলা সন্তান প্রসব করেছিলেন। সেই সময় বিমানটি দিল্লি থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। হঠাৎই এক যাত্রীর প্রসব বেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গেই বিমানকর্মীরা সাহায্যের্থে এগিয়ে আসেন। মাঝ আকাশে ওই মহিলা জন্ম দেন এক পুত্রসন্তান। বেঙ্গালুরুতে বিমান অবতরণের পরে ওই মহিলা এবং নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার আগে রীতিমতো জাঁকজমক করে বিমানবন্দরে স্বাগত জানানো হয়ে সদ্যোজাতকে। আর ইন্ডিগোর তরফে ঘোষণা করা হয়, এই শিশু বড় হয়েও সারা জীবন তাদের সংস্থার বিমানে বিনা খরচে যাতায়াত করতে পারবে।