রোমান্সেই বিপদ! প্রেমিকের প্রস্তাবে সাড়া দিতেই পাহাড় থেকে পড়লেন প্রেমিকা

রোমান্সেই বিপদ! প্রেমিকের প্রস্তাবে সাড়া দিতেই পাহাড় থেকে পড়লেন প্রেমিকা

অস্ট্রিয়া: মনের মানুষটাকে মনের কথা জানাতে বিশেষ আয়োজন করেন অনেকেই। এমনকি কখনো কখনো সে আয়োজন ছাড়িয়ে যায় স্বাভাবিকের মাত্রাও। আর সেই মনের কথা যদি হয় বিয়ের প্রস্তাব, তাহলে তো আর কথাই নেই। বাড়াবাড়িটা অনেক ক্ষেত্রেই হয়ে যায় মাত্রা ছাড়া। কিন্তু বিশেষ মুহূর্তকে আজীবন স্মরণীয় করে রাখতে গিয়ে যদি চলে আসে জীবনের ঝুঁকি? তেমনই এক ঘটনার কথা সামনে এসেছে সম্প্রতি।

প্রেমিকাকে সারাজীবনের সঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন প্রেমিক। প্রিয়জনের সেই প্রস্তাবে সায়ও দিয়েছিলেন প্রেমিকা। কিন্তু যা একান্তই রোমান্টিক হওয়ার কথা ছিল, আদতে তা হয়ে দাঁড়াল মর্মান্তিক। প্রেমিকের প্রস্তাবে রাজি হওয়ার পরেই প্রায় সাড়ে ছশো ফুট উচ্চতা থেকে নীচের খাদে পড়ে গেলেন প্রেমিকা।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার করিন্থিয়া নামক অঞ্চলে। অস্ট্রিয়ার একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে, করিন্থিয়ায় একটি পাহাড়ের চূড়ায় উঠে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এক যুবক। কিন্তু বিশেষ মুহূর্তকে রোমান্টিক করে তুলতে গিয়ে হিতে বিপরীত হয়েছে। প্রেমিকের প্রস্তাবে সায় দেওয়ার পর পা পিছলে ফালকার্ট পর্বতের খাদে পড়ে যান বছর ৩২-এর ওই প্রেমিকা। প্রিয়তমাকে বাঁচাতে সেখান থেকে ঝাঁপ দেন বছর ২৭-এর প্রেমিকও।

গত ২৭ ডিসেম্বর দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে। ওই প্রেমিক যুগল নাকি বিশেষ ওই মুহূর্তের জন্য একদিন আগে থেকেই পায়ে হেঁটে অস্ট্রিয়ার ফালকার্ট পর্বতে উঠেছিলেন। সাদা বরফে ঢাকা পাহাড়ের গায়ে ভালোবাসার মানুষের কাছ থেকে বিয়ের রোমান্টিক প্রস্তাব কপালে সয়নি ৩২ বছরের ওই তরুণীর। তবে আশার কথা এই যে, একেবারে মৃত্যু হয়নি তাঁদের। প্রায় ৫০ ফুট নিচে খাদের কিনারায় আটকে যান ওই যুবক। আর তাঁর প্রেমিকাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় একটি হ্রদের ধার থেকে।

স্থানীয়রা জানিয়েছেন উদ্ধারের পরেই সংজ্ঞা ফিরে আসে ওই তরুণীর। তবে তাঁর আচ্ছন্নভাব ছিল। খাদের ভেতর আটকে থাকা  ওই মহিলার প্রেমিককে হেলিপক্টারের সাহায্যে উদ্ধার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিরদাঁড়ায় চিড় ধরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =