২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ, শীতের আমেজ ভেস্তে দেবে নাতো নিম্নচাপ কাঁটা?

২০ ডিগ্রির নীচে নামল কলকাতার পারদ, শীতের আমেজ ভেস্তে দেবে নাতো নিম্নচাপ কাঁটা?

winter

কলকাতা: নভেম্বরের শেষে শহরজুড়ে শীতের আমেজ৷ ২০ ডিগ্রির নীচে নামল পারদ। সপ্তাহান্তেও বজায় থাকবে শীতল অনুভূতি৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কার্যত এখন থেকেই ছক্কা হাঁকাতে মরিয়া শীত৷ তবে লম্বা স্পেলের প্রস্তুতি নিলেও আসতে চলেছে নিম্নচাপের বাউন্সার। দক্ষিণ আন্দামান সাগরের কাছে তৈরি হচ্ছে নিম্নচাপ৷  আগামী সোমবারের মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আশঙ্কা আবহাওয়াবিদদের। কিন্তু বাংলার উপর কতটা প্রভাব ফেলবে এই নিম্নচাপ?

দিন কয়েক আগেও ছিল গরম ভাব৷ পাখা চালাতে হচ্ছিল কলকাতাবাসীকে। তবে জগদ্ধাত্রী পুজো কাটতেই শহরে পারদ পতন৷ এক ঝটকায় কলকাতার পারদ নামল ২০ ডিগ্রির নীচে। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার আলিপুরের তাপমাত্রা ১৯.১ ডিগ্রি। সপ্তাহ শেষে তিলোত্তমাজুড়ে থাকবে শীতের আমেজ৷ শুক্রবার শহরের তাপমাত্রা  ১৯ ডিগ্রির নীচে নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর৷ রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। তবে শীতপ্রিয় মানুষদের জন্য এখনই খুশির খবর দিচ্ছে না হাওয়া অফিস৷ কারণ এই আমেজ বেশিদিনের নয়৷ 

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে এর অবস্থান অনেকটা দূরে হলেও, সম্ভাব্য নিম্নচাপ শক্তি বাড়িয়ে সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপের রূপ নেবে৷  তার এর প্রভাবে শীতের আমেজ কতখানি বিঘ্নিক হবে, তা স্পষ্ট ভাবে জানায়নি আবহাওয়া দফতর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =