হাড় কাঁপানো ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে? মঙ্গলবার থেকেই লম্বা ইনিংয়ের ইঙ্গিত হাওয়া অফিসের

হাড় কাঁপানো ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে? মঙ্গলবার থেকেই লম্বা ইনিংয়ের ইঙ্গিত হাওয়া অফিসের

winter

কলকাতা: কলকনে ঠান্ডায় কাবু বাংলা৷ সন্ধ্যে ঘনালেই হু হু করে নামছে পারদ৷ ভোরের দিকেও থাকছে হাড় কাঁপানো ঠান্ডা৷ শীতের হাত থেকে বাঁচতে সম্বল বাঁদর টুপি, সোয়েটার-শাল কিংবা মোটা জ্যাকেট। ডিসেম্বরের মাঝিমাঝি পৌঁছেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করে দিয়েছে শীত৷ কলকাতা জুড়ে শীতের দাপট। জেলায় জেলায় শুরু হয়েছে আরও দাপুটে ইনিংস৷ 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী দিনে আরও ঠান্ডা পড়বে। মঙ্গলবারের মধ্যে আরও বেশ কিছুটা নামবে পারদ৷ মিগজাউমের প্রভাব কাটতেই বঙ্গে ঢুকে পড়েছে শীত৷ শুধু তাই নয়,  লম্বা ইনিংস খেলার প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে৷ অনেকেই মনে করেছিল, এল নিনোর বছরে ঠান্ডা পড়বে না৷ তবে সেই ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণ করেই জাঁকিয়ে বসেছে শীত৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eight =