winter
কলকাতা: ভার পৌষে উধাও শীত৷ বছরের শুরুতেও নেই কনকনে শীতের আমেজ৷ তবে কি কলকাতা থেকে পাততাড়ি গুটিয়ে পালাল শীত? কথায় বলে ‘মাঘের শীত বাধের গায়ে’৷ সে সব এখন অতীত৷ জানুয়ারির শেষ পর্যন্ত শীতের রেশ আদৌ থাকবে কিনা, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে৷ তবে বর্ষশেষের সন্ধেয় হিমেল হাওয়া শীত প্রেমী বাঙালির মনে খানিক আশা জানাগেলও হাওয়া অফিস বলছে, আগামী দুই থেকে তিন দিন শহরে শীত শীত ভাব থাকলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরেই। এর পর অবশ্য ফের পারদ পতনের ইঙ্গিত রয়েছে৷ তবে শীত দীর্ঘস্থায়ী হবে, এমন আশ্বাস খুব জোরের সঙ্গে দিতে পারছেন না আবহবিদেরা। তাঁরা জানাচ্ছেন, সপ্তাহান্তে পারদ সামান্য নামলেও, রাতের তাপমাত্রা থাকবে উপরের দিকেই৷ চলতি মাসের শেষে কলকাতায় দিনের তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে৷ কেন উধাও হল শীত? হাওয়া অফিস বলছে, পশ্চিমী ঝঞ্ঝা থমকে রয়েছে। এদিকে বাংলাদেশে ঘূর্ণাবর্তের কারণে পুবালি হাওয়া হু হু করে বইছে। যা কাঁটা বিছিয়েছে শীতের পথে৷