ভোর হলেই বেশ ঠাণ্ডা লাগছে গায়ে, কবে আসছে শীত? জানাল হাওয়া অফিস

ভোর হলেই বেশ ঠাণ্ডা লাগছে গায়ে, কবে আসছে শীত? জানাল হাওয়া অফিস

কলকাতা: রাজ্যজুড়ে বেশ শীত শীত ভাব৷ বেলায় তাপমাত্রা বাড়লেও ভোরের আকাশে হিমেল হাওয়ার পরশ৷ সর্বনিম্ন তাপমাত্রাও বেশ কিছুটা কম৷ তবে কি দোরগোড়ায় শীত? শীতের অপেক্ষায় থাকা বঙ্গবাসীকে অবশ্য আশার বাণী শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর৷ শীত ভ্রান্তি দূর করে হাওয়া অফিস জানাল, আপাতত বঙ্গে শীতের কোনও সম্ভাবনা নেই৷ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীতের দেখা মিলবে না রাজ্যে৷ তবে আগামী কয়েক দিন তাপমাত্রা কম থাকায় শীত শীত অনুভূতিটা থাকবে৷ এই শিরশিরানি অনুভূতি অবশ্য সিত্রাং-এর অবদান৷ কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে আবহাওয়া৷ বেলার দিকে আপেক্ষিক আদ্রতাও বাড়তে থাকবে৷ 

কিন্তু কবে শীতের দেখা পাবে বঙ্গবাসী?  

হাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজোর সময় যে তাপমাত্রা কমেছিল, তা সিত্রাংয়ের প্রভাবে। এবার পারদ ফের চড়বে। এখনই বাংলায় শীতের আগমন ঘটছে না। আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ দাস বলেন, ‘‘এই মুহূর্তে বঙ্গে শীত আসার কোনও সম্ভাবনাই নেই। সাইক্লোনের প্রভাবে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছিল, কিন্তু, তা কোনওভাবেই শীত নয়। পুরোপুরি শীতের আগমন ঘটবে আগামী ১৫ ডিসেম্বর থেকে। তার আগে শীত অনুভূত হবে না। তবে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোরের দিকে হালকা শীত শীত ভাব পাবে শহরবাসী।”

গণেশ দাস আরও জানিয়েছেন,  আগামী চার থেকে পাঁচদিন আবহাওয়া শুষ্ক থাকবে৷ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েক দিন ভোরবেলা শীতের আমেজ অনুভূত হবে৷ তবে তা স্থায়ী নয়।” 

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − ten =