কলকাতা: বৃষ্টির মেঘ সরতেই দক্ষিণবঙ্গ জুড়ে ফের শীতের আমেজ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, অর্থাৎ মঙ্গলবার থেকেই জেলায় জেলায় পারদ নামতে শুরু করবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পারদ পতন হবে৷ সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাবে। কলকাতায় তাপমাত্রা এখনই এতটা নামবে না৷ তবে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রাও কমে ৩০ ডিগ্রির কাছাকাছি থাকবে। শীত আসতে যে এখনও অনেকটা দেরি রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন আবহাওয়াবিদরা। শীতের আগমনে দেরি থাকলেও শীত শীত ভাব বিরাজ করছে বঙ্গজুড়ে। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে৷ তার জেরেই সকাল ও সন্ধের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে।
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক দিন ভোর ও রাতের দিকে হাল্কা শীতের অনুভূতি থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়ে যাবে। আপাতত পুবালি হাওয়াও দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে৷ ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷