কলকাতা: নতুন বছরের ষষ্ঠ দিনেও জাঁকিয়ে বসেনি শীত৷ তবে বেশ কিছু দিন ধরেই ভালমতো ঠান্ডা অনুভূত হচ্ছে৷ তবে সপ্তাহান্তে বাড়তে চলেছে তাপমাত্রা৷ উধাও হবে হিমেল হাওয়া৷ মিলবে না শীতের দেখা৷ এমনটাই জানিয়েছে হাওয়া অফিস৷
আরও পড়ুন- দিনের শেষে ‘দিদি’কে জন্মদিনের শুভেচ্ছা নমোর, ‘শত্রুতা’ ভুলে পাল্টা ধন্যবাদ জ্ঞাপন মমতার
আজ বৃহস্পতিবার মহানগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৯ শতাংশ। সর্বনিম্ন ৩৮ শতাংশ। হাওয়া অফিস জানাচ্ছে শুক্রবার থেকেই পাল্টাতে শুরু করবে আবহাওয়া। ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উধাও হবে শীত। তবে আজ সকাল থেকেই কলকাতা সহ জেলার আকাশ ছিল কুয়াশায় ঢাকা৷
আকাশ পরিষ্কার থাকায় জেলাগুলিতে বেশ ভালই ঠান্ডা অনুভব হচ্ছে৷ এখনও পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে না৷ নেপথ্যে ভিলেন হয়ে দেখা দিয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। ইতিমধ্যেই একটি ঝঞ্ঝা কাশ্মীরে প্রভাব ফেলতে শুরু করেছে। অন্যটির প্রভাব পড়বে ৭ থেকে ৯ জানুয়ারির মধ্যে। যার ধাক্কায় দুর্বল হতে থাকবে হিমেল হাওয়া।
এই মরসুমের শীতলতম দিন ছিল ২০২১-এর ২০ ডিসেম্বর। সেদিন তাপমাত্রার পারদ নেমেছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। সেই রেকর্ড এখনও অক্ষুন্ন৷ এমনকী নতুন বছরে সেই রেকর্ড ভাঙার সম্ভাবনাও আপাতত নেই। উল্টে আজ বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। এমনকী সাতদিনে উধাও হতে পারে শীত।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২০২১-এর ডিসেম্বর মিলিয়ে কলকাতায় রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থেকেছে৷ পরিসংখ্যান অনুযায়ী সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।