winter
কলকাতা: মাঘের দোরগোড়ায় পৌঁছেও শীতের দেখা নেই৷ লাগাতার বাড়ছে তাপমাত্রা৷ তবে কি এবার আর শীতের হিমেল পরশ মিলবে না? শীত প্রেমী বাঙালির মনে যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তখন হাওয়া অফিস বলছে, আবহাওয়ার মোড় ঘুরবে৷ শুক্রবারের পর থেকে হু হু করে ঢুকবে উত্তুরে হাওয়া৷ আবহাওয়ার মতিগতি দেখে আবহবিদদের অনুমান ছিল, মাঘের বাঘা শীত এ বারের মতো আর থাবা বসাতে পারবে না। মাঘ পেরোনোর আগেই বঙ্গে হাজির হবে বসন্ত। গোটা মরশুম জুড়ে বারবার মুখ থুবড়ে পড়া শীত বুঝি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু, তেমনটি হচ্ছে না। বরং ফের ময়দানে ফিরছে শীত৷ সপ্তাহ শেষেই কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৪ ডিগ্রির নীচে। জেলাগুলিতেও ঠান্ডার আমেজ থাকবে৷
আবহাওয়া দফতরের পূর্বাভাস, টানা ৫-৬ দিন চলতে পারে শীতের দ্বিতীয় ইনিংস। তবে উত্তরে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের প্রভাব কমবে আজ বিকেলের পর থেকেই। আবহাওয়াও শুষ্ক হতে শুরু করবে। আগামী ৩-৪ দিনের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ তো বটেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ নামবে ৩ থেকে ৪ ডিগ্রি পর্ন্ত।