শীতের দাপুটে ইনিংস শুরু বঙ্গে, কলকাতায় পারদ নামল স্বাভাবিকের নীচে

শীতের দাপুটে ইনিংস শুরু বঙ্গে, কলকাতায় পারদ নামল স্বাভাবিকের নীচে

winter

কলকাতা: ক্রিজে নেমেই ছক্কা হাঁকাল শীত৷ হু হুল করে নামল শহরের পারদ৷ সোমবার থেকে ধাপে ধাপে আরও পারদ পতনের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার তাপমাত্রা আরও সামান্য কমে ১৫ ডিগ্রিতে পৌঁছে যাবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজকে কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত। সকালের দিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা কুয়াশা দেখা গেলেও, বেলা বাড়তেই দেখা মিলেছে নীল আকাশের। হাওয়া অফিস জানিয়েছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। এটাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ 

দক্ষিণে কুয়াশা কেটে গেলেও, ঘন কুয়াশার ছাদরে ঢাকা থাকবে উত্তরবঙ্গ। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে চলে আসতে পারে। তবে চুটিয়ে শীত উপভোগ করতে শুরু করেছে বঙ্গবাসী৷ শীত এসে গিয়েছে বাংলায়। ধীরে ধীরে আরও তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু বাংলা নয়৷ শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে গোটা দেশেই। আগামী তিন দিনে পূর্ব ও মধ্য ভারতে তাপমাত্রা আরও কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + eight =