‘ভাইপো উইন্ডো বন্ধ হবে, বিনিয়োগ আর শিল্পের উইন্ডো খুলবে’, আশ্বাস নমোর

‘ভাইপো উইন্ডো বন্ধ হবে, বিনিয়োগ আর শিল্পের উইন্ডো খুলবে’, আশ্বাস নমোর

উলুবেড়িয়া:  উত্তপ্ত বঙ্গ ভোটের ময়দানে আরও উত্তাপ বাড়িয়ে ফের ভাইপো খোঁচা দিলেন নরেন্দ্র মোদী৷ আম্পানের টাকা চুরি নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন তিনি৷ মোদী বলেন, আম্পানে ত্রাণের টাকা কোথায় গেল, সেই জবাব দিতে হবে দিদিকে৷ আর দিদি না দিলে, সেই উত্তর দিক ভাইপো৷ 

আরও পড়ুন- কোনও চিন্তা নেই, নন্দীগ্রামে আমিই জিতব! আত্ববিশ্বাসী মমতা

এজদিন তোপ দেগে মোদী বলেন, আপনি হয়তো জানেন না বাংলার মানুষ আপনাকে চিনে নিয়েছে৷ বাংলার মানুষ আপনার উপর কতখানি ক্ষুব্ধ৷ বাংলার মানুষের এই রাগ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না৷ আপনি চোখ খুলে দেখে নিন, কান খুলে শুনে নিন, বাংলার মানুষ এই নির্বাচনে আপনাকে সাজা দিয়েই ছাড়বে৷ প্রথম দফার পরে দিদিও সেটা বুঝে গিয়েছেন৷ দিদি নিজের পরাজয় স্বীকার করে নিয়েছেন৷ বাংলার বিজেপি’র সরকার গড়তে চলেছে, এটা নিশ্চিত৷ তাঁর কথায়, এখানে কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প লাগু হতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ বিজেপি সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রকল্প চালু করা হবে৷ বাংলার উন্নয়নের স্বপ্ন দেখছে বিজেপি৷ ২ মে’র পর এখানে ডবল ইঞ্জিন সরকার গঠন হবে৷  ভাইপোর উইন্ডো বন্ধ হবে৷ বিনিয়োগ আর শিল্পের উইন্ডো খুলবে৷ আপনারা ভয় পাবেন না৷ নিশ্চিন্তে ভোট দিন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =