নেই জাতীয় দলের তকমা, পুরনো কেল্লা রোডের বাংলো কি তবে হাতছাড়া হবে? প্রশ্ন সিপিআই-এর অন্দরে

নেই জাতীয় দলের তকমা, পুরনো কেল্লা রোডের বাংলো কি তবে হাতছাড়া হবে? প্রশ্ন সিপিআই-এর অন্দরে

নয়াদিল্লি: সম্প্রতি জাতীয় দলের তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস৷ জাতীয় দলের মর্যাদা লাভের মাপকাঠি ছুঁতে ব্যর্থ বাংলার শাসক দল। একই ভাবে নির্বাচন কমিশনের নির্দেশে দিন দুই আগে জাতীয় দলের তকমা হারিয়েছে সিপিআই। এখন প্রশ্ন, এর জেরে কি সুপ্রিম কোর্টের পিছনে পুরনো কেল্লা রোডের উপর অবস্থিত বাংলোটি হাতছাড়া হবে তাদের? 

আরও পড়ুন- মিড ডে মিলেও ১০০ কোটির দুর্নীতি! তৃণমূল আমলে দুর্নীতির শেষ কোথায়?

এই জায়গাটি দিল্লির অভিজাত এলাকা হিসেবেই  পরিচিতি৷ সিপিআই-এর সাধারণ সম্পাদক হিসেবে বছর ১৬ আগে এই বাংলোটি পেয়েছিলেন এ বি বর্ধন। তখন ইউপিএ জমানা৷ দলীয় নেতৃত্বের একাংশের বক্তব্য, সরকার কী পদক্ষেপ করে, সেটা দেখার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বাংলো ধরে রাখার জন্য আগাম কোনও আবেদন করা হবে না বলেই দলের তরফে জানানো হয়েছে। যদিও আইটিও’র কাছে পার্টির কেন্দ্রীয় কার্যালয় অজয় ভবন নিয়ে কোনও টানাপোড়েন নেই সিপিআইয়ের। কারণ, বহুতল ওই বাড়ির মালিকানা রয়েছে দলের হাতে।

দিল্লির পুরনো কেল্লা রোডের বাংলোটি দলীয় কার্যালয় হিসেবে সেভাবে ব্যবহার করে না সিপিআই। তবে বাংলোটি পাওয়ার পর থেকেই সেখানে সপরিবারে থাকতেন সিপিআইয়ের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য শামিম ফইজি। তিনি আবার দলীয় কাগজ নিউ-এজের সম্পাদকও ছিলেন। পাশাপাশি বাংলোর দোতলায় সেইসময় দলের একটি সংগঠনের শাখা কার্যালয় ছিল।