রাষ্ট্রপতি শাসনের পথে দিল্লি? মিলল বড় ইঙ্গিত

রাষ্ট্রপতি শাসনের পথে দিল্লি? মিলল বড় ইঙ্গিত

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী জেলে বন্দি। এই অবস্থায় দিল্লির রাজনৈতিক ভবিষ্যৎ কী? তবে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে রাজধানীতে? তেমনই ইঙ্গিত মিলল লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার মন্তব্যে। বুধবার তিনি জানান, জেল থেকে সরকার চলতে পারে না৷ এই বিষয়ে সাধারণ মানুষ আশ্বস্ত থাকতে পারেন। তাঁর এই মন্তব্যের পরই  দিল্লিতে রাষ্ট্রপতি শাসন নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ যদিও এর চরম বিরোধিতা করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। তাদের দাবি, জেল থেকে সরকার চালানো যাবে না, এমন কোনও বিধান সংবিধানে নেই৷ 

বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। রাজধানীর বর্তমান অবস্থা সম্পর্কে তাঁর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমি দিল্লির মানুষকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে, জেল থেকে সরকার চলবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *