মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কেউ ছেড়ে দেবে না! হুঁশিয়ারি অভিষেকের

মায়ের সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করতে চায়, তাহলে কিন্তু তাকে কেউ ক্ষমা করবে না।

সাঁতরাগাছি: আজ একেবারে হাইভোল্টেজ রবিবার। একদিকে মহিষাদলে সভা ছিল শুভেন্দু অধিকারীর, অন্যদিকে সাঁতরাগাছিতে জনসভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে বক্তৃতার মাধ্যমে চরম হুঁশিয়ারি দিলেন তিনি। বললেন, মায়ের সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করতে চায়, তাহলে কিন্তু তাকে কেউ ক্ষমা করবে না। এক্ষেত্রে পরোক্ষে তিনি কাকে বার্তা দিতে চাইলেন, তা সামান্য অংক করলেই হয়তো বের করা সম্ভব।

এদিনের জনসভা থেকে অভিষেক বলেন, তৃণমূল কংগ্রেস মাটির দল। এখানে কেউ লিফটে করে ওঠেনি, প্যারাসুট করে নামেনি। কেউ যদি সেটা করতে চায় তাহলে তাকে পস্তাতে হবে। এই পরিপ্রেক্ষিতে জন্মদাত্রী মায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের তুলনা টানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, মা যেমন আমাদের জন্ম দেন, বড় করে তোলেন, এই দল ও রাজনৈতিকভাবে সবাইকে বড় করে তুলেছে। এখন যদি কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিশ্বাসঘাতকতা করে মায়ের সঙ্গে, তাহলে কিন্তু তাকে কেউ ছেড়ে দেবে না। তিনি আরো বলেন, কেউ যদি নিজের স্বার্থ রক্ষার জন্য অন্য দলের হয়ে তাবেদারী করে, নিজের মেরুদন্ড বিক্রি করে দেয়, তাহলে তাকেও কেউ ছেড়ে কথা বলবে না। অভিষেকের বক্তব্য, মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোনদিন সহ্য করা যায় না। এই প্রসঙ্গে বাংলা সিনেমার একটি জনপ্রিয় সংলাপ মনে করিয়ে দেন অভিষেক। “বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না”, এই সংলাপ বলে তিনি বলেন, আগামী দিনে যদি কেউ মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কড়ায়-গণ্ডায় জবাব দিয়ে দেবে। এই পরিপেক্ষিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাহবা দিয়ে অভিষেক আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আগামী দিনে নবান্নের মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিক হতে চলেছে, তার ক্রেডিট তৃণমূলের লক্ষ লক্ষ কর্মী-সমর্থকদের।

এদিন জনসভা থেকে অভিষেক মন্তব্য করেন, তৃণমূল আর যাই করুক মায়ের সঙ্গে বেইমানি করে না, রাজনীতি করতে হলে বিজেপিকে উন্নয়নের রাজনীতি করতে হবে, ধর্মের রাজনীতি বন্ধ হওয়ার ডাক দেন তিনি। এই প্রেক্ষিতে বলেন, উন্নয়নের রাজনীতি নিয়ে বিজেপি যেখানে গিয়ে কথা বলতে বলবে, সেখানে গিয়ে তিনি কথা বলবেন, তাদের পরাজিত করবেন। এই প্রেক্ষিতে তৃণমূল সংসদের দাবি, যতই চেষ্টা করা হোক বাংলা থেকে তৃণমূলকে সরানো যাবে না। এই প্রসঙ্গে কথা  বলতে গিয়েই জোর গলায় স্লোগান দেন অভিষেক, ‘যতই নাড়ো কল-কাঠি, নবান্নে ফের হাওয়াই চটি’! একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সূর্যের সঙ্গে তুলনা করেন অভিষেক। বলেন, বাম জমানায় পতন ঘটিয়ে বাংলায় নতুন সূর্যোদয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে লড়াই করতে গেলে হাত ঝলসে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 5 =