কলকাতা: স্বামীর মনোনয়নের দিনই প্রয়াত হলেন রাজ্যসভার বিদায়ী সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায়। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। সূত্রের খবর, বুধবার ভোরে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মহাশ্বেতা দেবীর ইচ্ছে ছিল শুখেন্দুবাবু যেন আবার রাজ্যসভার সদস্য হন৷ এদিন মহাশ্বেতাদেবী মারা যাওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি চলে যান সুখেন্দুশেখর। বাড়িতে গিয়ে তৈরি হয়ে কাগজপত্র নিয়ে বিধানসভায় যান এবং মনোনয়ন জমা দেন। বিধানসভায় গিয়ে তিনি জানান তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন। তাঁকে তাড়াতাড়ি ফিরতে হবে। মনোনয়ন জমা দিয়েই বিধানসভা থেকে বেরিয়ে পড়েন৷ বাড়ি ফিরে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন মহাশ্বেতাদেবী। গত কয়েকদিন ধরে তাঁর শরীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসা চলছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷ চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন সুখেন্দু জায়া। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমবেদনা জানান অন্যান্য সাংসদ, বিধায়করাও৷
মহাশ্বেতাদেবীর পরিবারে রইলেন স্বামী, একমাত্র কন্যা, জামাই ও নাতনিকে। স্বামী পুরদস্তুর রাজনীতিক হলেও সংসারের কাজেই ব্যস্ত থাকতেন মহাশ্বেতাবেদী৷ পাশপাশি গান-বাজনা ভালোবাসতেন তিনি। স্ত্রীর মৃত্যুতে শোকহত সাংসদ৷ তিনি বলেন, তাঁর পাশে সব সময় ছিলেন তাঁর স্ত্রী, এমন এক জন ভাল মানুষকে হারালেন তিনি। একজন ভাল বন্ধুকে হারালেন৷