স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ককে মর্যাদা দিতে বিবাহবিচ্ছেদ স্ত্রীর

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ককে মর্যাদা দিতে বিবাহবিচ্ছেদ স্ত্রীর

নয়াদিল্লি: ‘হাম দিল দে চুকে সনম’ ছবির কথা মনে আছে? যেখানে নিজের স্ত্রীকে তাঁর ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন স্বামী৷ রিল লাইফের সেই গল্পই যেন সত্যি হয়ে ফিরল রিয়েল লাইফে৷ ছবির শেষে অবশ্য স্ত্রী ফিরেছিলেন স্বামীর ঘরেই৷ তবে এখানে রয়েছে অন্য টুইস্ট৷ স্বামীকে প্রেমিকার হাতে সঁপে দিতে ডিভোর্স ফাইল করলেন স্ত্রী৷ 

আরও পড়ুন- অর্থ-ক্ষমতা দিয়েও আমাকে রুখতে পারেনি মোদী-নীতীশ, তোপ তেজস্বীর

বিয়ের তিন বছর পর স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধন্ত নেন মধ্যপ্রদেশ ভোপালের ওই মহিলা৷ স্বামীকে সুখী করতে হাসিমুখে এই আত্মত্যাগ করলেন তিনি৷ হয়ে উঠলেন প্রকৃত প্রেমের এক জ্বলন্ত প্রতিমূর্তি৷ যদিও ওই মহিলার স্বামী তাঁর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ চাননি৷ বরং চেয়েছিলেন স্ত্রী ও প্রেমিকা দু’জনকে এক সঙ্গে নিয়ে চলতে৷ কিন্তু আইন সেই অনুমতি কখনই দেবে না৷ তাই প্রেমিকার সঙ্গে স্বামীর মিলন ঘটাতে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন৷ মিলিয়ে দেন এই লাভ বার্ডসদের৷ তাঁরা যাতে সারাজীবন একসঙ্গে থাকতে পারে, সই জন্য নিজের বিবাহিত জীবনেই ইতি টানেন তিনি৷ 

আরও পড়ুন- ‘খুনের রাজনীতি গণতন্ত্রে গ্রহনীয় নয়’, বাংলাকে হুঁশিয়ারি নমোর

 

যদিও এই ঘটনায় দ্বিবিভক্ত মত নেটিজেনদের৷ এই সংবেদনশীল পদক্ষেপ করার জন্য অনেকেই বাহবা দিয়েছেন ওই মহিলাকে৷ আবার অনেকে বলছেন সঠিক পদক্ষেপ করেননি তিনি৷ এই বিষয়ে ওই মহিলার আইনজীবী বলেন, ‘‘উনি (স্বামী) বিবাহিত সম্পর্কের মধ্যে থেকেই উভয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চেয়েছিলেন৷ কিন্তু আইনত সেটা সম্ভব নয়৷ কিন্তু তাঁর স্ত্রী খুবই সংবেদনশীল ও ম্যাচিওর৷ সেকারণেই তিনি তাঁর স্বামীকে ডিভোর্স দিয়ে তাঁর প্রেমিকাকে বিয়ে করার সুযোগ করে দেন৷’’ এই ঘটনায় অনেকেই মনে করছেন স্ত্রীর সঙ্গে সঠিক ব্যবহার করেননি ওই ব্যক্তি৷ আবার এই সমাজে এমনও স্ত্রী রয়েছে, সেটা ভেবেই হতবাক অনেকে৷ একবার তো বছর ২৪ এর এক তরুণী তাঁর স্বামীর বিরুদ্ধে লুডো খেলায় প্রতারণার অভিযোগ নিয়ে ভোপালের এই পারিবার আদালতেই হাজির হয়েছিলেন৷ সেখানেই এই মহিলার আত্মত্যাগে অভিভূত টেন নাগরিকরা৷ তাঁদের কাছে তিনি হয়ে উঠেছেন ‘আয়রন লেডি’৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 16 =