হঠাৎ নিজের শখের প্রায় সব গাড়ি বিক্রি করে দিলেন বিরাট কোহলি! কিন্তু কেন?

হঠাৎ নিজের শখের প্রায় সব গাড়ি বিক্রি করে দিলেন বিরাট কোহলি! কিন্তু কেন?

নয়াদিল্লি: বাইশ গজের বাইরে তাঁর যে গাড়ির শখ, সে কথা ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়৷  তাঁর গ্যারাজে সাজানো থাকে দেশি-বিদেশি সব দামি গাড়ি৷ সেই সব গাড়ির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বহু পোস্টও করেছেন বিরাট কোহলি। কিন্তু, এখন আর তাঁর গ্যারাজে সে সব গাড়ির দেখা মিলবে না৷ গুটি কয়েক গাড়িই রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের কাছে৷ তাহলে বাকি গাড়িগুলো কোথায়? বিরাট জানালেন, এখন আর তাঁর গ্যারাজে বেশি গাড়ি নেই। অধিকাংশ গাড়িই বিক্রি করে দিয়েছেন৷ কোহলির এই মন্তব্যে কৌতূহলের ঝড়৷ প্রশ্ন, কেন? কেন হঠাৎ এত গাড়ি বিক্রি করে দিলেন কোহলি?

আরও পড়ুন- ইস্টবেঙ্গলে ‘সলমন নাইট’, মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা ‘ভাইজানের’

আরসিবির ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়োয় বিরাট কোহলি বলেছেন, “আমি অধিকাংশ গাড়িই ঝোঁকের বশে কিনেছি। সেই গাড়িগুলো খুব কমই চালিয়েছি বা চেপে কোথাও গিয়েছি। একটা সময়ের পর মনে হয়েছিল, এ ভাবে গাড়ি কেনার কোনও মানে হয় না। তাই বেশির ভাগ গাড়িই বিক্রি করে দিয়েছি। এখন সেগুলোই রয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন।”

 

কোহলির বক্তব্যে ফুটে উঠেছে নিজের পরিণত মানসিকতার ছাপ। তিনি বুঝিয়ে দিয়েছেন যে,  আগের থেকে তিনি অনেকটাই পরিণত৷ সেটা ক্রিকেট মাঠেই হোক বা মাঠের বাইরে। কোহলির কথায়,  “বয়স বাড়তে থাকলে মানুষ চারপাশের জিনিস সম্পর্কে আরও বেশি ভাবে জানতে এবং বুঝতে পারে। একই সঙ্গে সে পরিণত হয়। একটা বয়সের পর আর যেমন খেলনা ভাল লাগে না। তেমনই৷ সেই সময় যেটা প্রয়োজন, মানুষ ঠিক সেটাই খোঁজে।”
 

 

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ –এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews -এ নজর রাখতে পারেন