কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না? প্রশ্ন তুললেন ম্যাথু স্যামুয়েল

কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হল না? প্রশ্ন তুললেন ম্যাথু স্যামুয়েল

কলকাতা:  সোমবার সাত সকলে নারদ কাণ্ডে গ্রেফতার রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি সহ মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু শুভেন্দুকে গ্রেফতার করা হল না কেন?  প্রশ্ন তুললেন  নারদ কাণ্ডে  স্ট্রিং অপরেশ চালানো ম্যাথু স্যামুয়েল। 

আরও পড়ুন- ‘আমাকেও গ্রেফতার করুন’, CBI দফতরে অবস্থান মমতার!

এদিন তিনি বলেন, শুভেন্দু অধিকারী নিজে টাকা নিয়েছিলেন৷ সেই প্রমাণও রয়েছে৷  সিবিআই-এর হাতে সমস্ত রেকর্ড তুলে দেওয়ার পরেও কেন ডাকা হল না তাঁকে? কেন এই মামলায় অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া সত্বেও গ্রেফতার করেছে না সিবিআই, সেই প্রশ্নও তোলেন স্যামুয়েল৷ তাঁর কথায়, সকলের জন্য সমান বিচার হওয়া উচিত৷

এদিন নারদ কাণ্ডে স্ট্রিং অপারেশন চালানো ম্যাথু স্যামুয়েল বলেন, আজ দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে৷ সুবিচার পেতে দীর্ঘ সময় লাগাল৷ ২০১৬ সালে পাবলিক ডোমেনে গোটা বিষয়টা আনার পর এতদিন লাগল সুবিচার পেতে৷ আমি সকলকে বলেছিলাম সময় লাগবে৷ তবে দুর্নীতির বিরুদ্ধে এটাই লড়াই৷ অবশেষে দুই মন্ত্রী ও দুই নেতাকে গ্রেফতার করা হল৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 5 =