নয়াদিল্লি: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার৷ ‘‘সারা দেশে সিনামাটি চলছে৷ পশ্চিমবঙ্গ দেশের থেকে আলাদা নয়৷ তাহলে কেন বাংলা ব্যতিক্রম হবে৷ পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞার কী প্রয়োজন? মানুষ যদি ছবিটা পছন্দ না করেন, তা হলে দেখবেন না। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন’’, মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চের।
‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিনেমাটির নির্মাতারা। সেই মামলায় পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি তামিলনাড়ু সরকারের বক্তব্যও জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত।
এদিন রাজ্য সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ‘আবেদনটি কলকাতা হাই কোর্টে করা উচিত ছিল। শুনানির কোনও যৌক্তিকতা নেই।’ তিনি আরও বলেন, ‘এই ছবি ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা হতে পারে, এমন গোয়েন্দা রিপোর্ট ছিল রাজ্যের কাছে।’ পাশাপাশি, ‘ওয়েস্ট বেঙ্গল সিনেমাস আইন’ অনুযায়ী, রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে পারে বলেও উল্লখ করেন তিনি৷
প্রযোজকের আইনজীবী হরিশ সালভে বলেন, পশ্চিমবঙ্গ সরকার ছবিটি নিষিদ্ধ করার নির্দেশ জারি করেছে। অন্যদিকে, তামিলনাড়ুতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সিনেমা হলগুলি ছবিটি সরাতে বাধ্য হয়েছে। শুনানির পর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু সরকারকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। যদিও তামিলনাড়ু সরকার জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা জারি করেনি। প্রেক্ষাগৃহের মালিকরা নিজেরাই ছবিটি সরিয়ে নিচ্ছেন।
প্রসঙ্গত, গিল্ড অফ ইন্ডিয়া একটি স্টেটমেন্টে জানিয়েছে, দর্শক নিজে পছন্দ করবেন কোন ছবি তাঁরা দেখবেন আর কোন ছবি দেখবেন না। কোনও রাজ্য বা কোনও রাজনৈতিক দল নির্দিষ্ট কোনও ছবিকে নিষিদ্ধ করতে পারে না৷ সেন্ট্রাল বোর্ড ছাড়া আর কারও কোনও ছবি নিষিদ্ধ করার অধিকার নেই। দর্শকের ওপর বিশ্বাস রাখতেই হবে।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>