কেন হু হু করে সোনার দাম বাড়ছে?

কেন হু হু করে সোনার দাম বাড়ছে?

3 stocks recomended

price of gold

কলকাতা: সোনার দাম ৭০ হাজার পার৷ বলা হচ্ছে ভারতের ইতিহাসে সবথেকে দামি হয়ে গেল সোনা এবং রুপো। নয়া রেকর্ড ছুঁয়ে ফেলল দুই ধাতু। ৭২,০০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে সোনা। রুপো ছাড়িয়েছে ৮০,০০০ টাকার গণ্ডি। কিন্তু কেন? কেন হু হু করে দাম বাড়ছে সোনা ও রুপোর? এদিকে ব্যবসায়ীরা বলছেন বৈশাখ আসতে আর খুব বেশি দেরি নেই। তার পরেই শুরু হবে বিয়ের মরসুম। কিন্তু সোনার দাম দেখে মাথায় কার্যত বাজ পড়ার জোগাড় গয়নার দোকানে ভিড় করা ক্রেতাদের৷ দাম এত বাড়লে গয়না বানানোর চাহিদাও কমবে স্বাভাবিকভাবেই৷ 

কলকাতায় শুক্রবার ১০ গ্রাম হলমার্ক গয়না সোনার দাম ৬৭,২০০ টাকা। খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম ৭০, ৬৫০ টাকা। ১০ গ্রাম পাকা সোনার বাট ৭০,৩০০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি চার্জ৷ এবার দেখুন বৃহস্পতিবার কত ছিল সোনার দাম৷ বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ১০ গ্রাম হলমার্ক গয়না সোনার দাম ছিল ৬৬,৬৫০ টাকা। পাকা সোনা ছিল ৭০, ১০০ টাকা। সোনার বাট ৬৯, ৭৫০ টাকা। সঙ্গে জিএসটি চার্জ। এর মানে একদিনে বাড়ল ৫৫০ টাকা৷ বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব বাজারে দাম বৃদ্ধির প্রভাবে বেশ কিছু দিন ধরেই দেশে সোনার দাম চড়ছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে হলুদ ধাতুর দাম সর্বকালের সর্বোচ্চ হয়েছে৷ এছাড়াও বিশ্বজুড়ে মুল্যস্ফীতি আশঙ্কাও দায়ী সোনার মূল্য বাড়ার ক্ষেত্রে৷ অভ্যন্তরীণ বাজারেও এর প্রভাব দেখা যাচ্ছে৷ 

বিশ্লেষকেরা বলছেন, ২০২৩ এর এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে অনেকটাই স্থিতিশীল ছিল সোনার দাম৷ ১০ গ্রামের দাম ছিল ৬৩.০০০টাকা৷ এর ফলে চাহিদা বেড়েছে এবং আমদানি এই সময়ের মধ্যে ২৬.৭ শতাংশ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার হয়েছিল। ২০২৪ সালের প্রথম তিন মাসের ডেটা এখনও প্রকাশ করা হয়নি, তবে রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে, সোনার দামের ১০ শতাংশ বৃদ্ধির কারণে মার্চ মাসে সোনার চাহিদা ৯০ শতাংশ কমবে বলে আশা করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + nineteen =