‘দ্য কেরালা স্টোরি কেন নিষিদ্ধ?’ প্রশ্ন করে নোটিস জারি সুপ্রিম কোর্টের

‘দ্য কেরালা স্টোরি কেন নিষিদ্ধ?’ প্রশ্ন করে নোটিস জারি সুপ্রিম কোর্টের

কলকাতাঃ বড়সড় প্রশ্নের মুখে পড়ল বাংলার ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত। যেখানে প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন , কেন বাংলায় কেন নিষিদ্ধ করা হল দ্য কেরালা স্টোরি। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে দ্য কেরাল স্টোরি সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করেন। পরে সরকারি বিজ্ঞপ্তি দিয়ে ছবিটির প্রদর্শন বন্ধ করে দেওয়া হয় রাজ্যের সব প্রেক্ষাগৃহে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছবির নির্মাতারা। সেই মামলার শুনানিতেই প্রধানবিচারপতির বড়সড় প্রশ্নের মুখে মমতা সরকারের এই সিদ্ধান্ত। 
কী বললেন প্রধান বিচারপতি?
•    সারা দেশে ছবি মুক্তি পেয়েছে, বাংলা কেন মুক্তি পেল না? 
•    বাংলা কি দেশের থেকে আলাদা? 
•    দেশের অন্যান্য জায়গায় ছবিটি চলতে পারলে, বাংলায় কেন নয়?
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফেও জবাব দেওয়া হয়। যেখানে রাজ্যের তরফে সওয়াল করেন বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি দাবি করেন, এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট নির্মাতাদের হাই কোর্টে যেতে বলেছে।
রাজ্যের উত্তরঃ
•    আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যার খবর গোয়েন্দাদের কাছে ছিল
•    গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সিনেমা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে
•    ‘ওয়েস্ট বেঙ্গল সিনেমাস আইন’, অনুযায়ী রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে পারে
অভিষেক মনু সিংভি আরও বলেন, অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টিকে রাজনৈতিক ভাবে না দেখাই ভালো। এই প্রসঙ্গেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন,
•    যাঁদের পছন্দ নয় তিনি ‘দ্য কেরালা স্টোরি’ দেখবেন না
•    কিন্তু যাঁরা দেখতে চান তাদের দেখার সুযোগ করে দেওয়া হোক
•    নিষিদ্ধ করার যুক্তি ঠিক কী?
মামলাকারীদের হয়ে সাওয়াল করেন বিশিষ্ট আইনজীবী হরিশ সালভে। সালভের দাবি, এর আগেও বাংলায় সিনেমা নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে। দ্য কেরালা স্টোরি নতুন নয়। গোটা বিষয়টি পর্যবেক্ষনের পর -দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ নিয়ে বাংলাকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *