ডেঙ্গির বাড়বাড়ন্ত কেন, রাজ্যে আক্রান্ত কত? বিধানসভায় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গির বাড়বাড়ন্ত কেন, রাজ্যে আক্রান্ত কত? বিধানসভায় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

 কলকাতা: রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। চলতি মরশুমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেখা যাচ্ছে, শহরাঞ্চলের চেয়ে গ্রামে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। এবার ডেঙ্গি নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কেন লাফিয়ে বাড়ছে ডেঙ্গির দাপট। একইসঙ্গে ডেঙ্গি মোকাবিলায় সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শও দেন তিনি। 

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত রাজ্যে ৪,৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। সোমবার বিধানসভায় এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গির প্রভাব একটু বেশি। পঞ্চায়েত কাজ করতে পারছে না। বোর্ড গঠন না হওয়ায় সমস্যা হচ্ছে।’ তবে সাধারণ মানুষের উদ্দেশে তাঁর বার্তা, ‘জল জমতে দেবেন না৷’ মুখ্যমন্ত্রী জানান, সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত রয়েছে  উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায়৷ তাঁর সাফ বার্তা,  স্বাস্থ্য সাথী কার্ড নিতে না চাইলে  হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তিনি আস্বস্ত করে বলেন,  বেড রেডি আছে। সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে।

প্রসঙ্গত, সদ্যই মিটেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোট। কিন্তু এখনও বোর্ড গঠিত হয়নি। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের বহু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের মেয়াদ এখনও শেষ না হওয়ায় নতুনকরে বোর্ড গঠন করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই পঞ্চায়েতের কাজকর্মে সমস্যা দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন সেই বিষয়টি জানাতে চেয়েছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

তবে ডেঙ্গিতে আক্রান্ত বা মৃত্যুর খবর শুনে আতঙ্কিত হওয়ার বদলে নিজেদের এলাকায় চারপাশে জল যাতে না জমে সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার ডেঙ্গিতে আরও একজনের মৃত্যুর খবর এসেছে। এই তথ্য তুলে রে  মুখ্যমন্ত্রী বলেন, ‘মৃত্যুর খবর ভাসা ভাসা আসছে। একজন মেয়ের মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে দেখেছি হেপাটাইটিস বি ছিল।’ 

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরে ডেঙ্গির প্রকোপ কম থাকলেও, বরাবরই সেখানে ম্যালেরিয়ার দাপট বেশি। সেই দিকটি মাথায় রেখে উত্তরবঙ্গেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে ডেঙ্গির কারণে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। নবান্ন ও সামগ্রিক ভাবে প্রশাসন ডেঙ্গি ঠেকাতে দফায় দফায় পর্যালোচনা চালাচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =