ফ্রন্টলাইন ওয়ার্কাররা ক্ষতিপূরণ পেল না কেন? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

ফ্রন্টলাইন ওয়ার্কাররা ক্ষতিপূরণ পেল না কেন? রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

কলকাতা:  করোনা পরিস্থিতিতে যাঁরা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, তাঁদের কেন ক্ষতিপূরণ দেওয়া হল না? এদিন রাজ্যের কাছে জবাব তলব করল আদালত। এর জবাবে রাজ্য  জানায় কোভিডে মৃত বা আক্রান্তদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। তবে রাজ্যের জবাবে সন্তুষ্ট নন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। তাঁদের কথায়, ‘দিয়ে দেব’ এই কথার কোনও যুক্তি নেই। কেন এখনও টাকা দেওয়া হল না? প্রশ্ন বিচারপতির।

আরও পড়ুন- ডিভিসি’র জন্য রাজ্যে ৪ বার বন্যা! মোদীকে চিঠিতে লিখলেন মমতা

প্রসঙ্গত, রাজ্য সরকারের ঘোষণা ছিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, বাস ড্রাইভার, কন্ডাক্টর সহ সম্স্ত ফ্রন্টলাইন ওয়ার্কাররা করোনা আক্রান্ত হলে ১ লক্ষ টাকা ও মৃত্যু হলে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক এই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। করোনা সংক্রান্ত  মামলায় সওয়াল পর্বে এমনটাই অভিযোগ করলেন জোভেরিয়া শাব্বা নামে এক আইনজীবী। তিনি জানান, গত সেপ্টেম্বর মাস থেকে একাধিক ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণের আবেদন জানালেও এখনও পর্যন্ত তাঁরা ক্ষতিপূরণ পায়নি।

আরও পড়ুন- টানা বৃষ্টিতে বাঁকড়ুায় ভেঙে পড়ল সেতু, শুরু রাজনৈতিক তরজা

রাজ্য সরকারকে ডিভিশন বেঞ্চ বলে, এই ধরনের কতজন আবেদন করেছে এবং কতজনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তার একটি তালিকা আদালতে জমা দিতে হবে। পরবর্তী শুনানি ১২ আগস্ট। অন্যদিকে, যাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন, মানসিক ভারসাম্যহীন তাঁদের ভ্যক্সিন দেওয়ার কোনও ব্যবস্থা করেনি কেন্দ্র ও রাজ্য। তাঁদের দুয়ারে ভ্যাক্সিনের ব্যবস্থা করা হোক। এই আর্জি নিয়ে আরেকটি মামলা করেন আইনজীবী শুভ্র প্রকাশ লাহিড়ি। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য কী ভাবছে তা জানতে চেয়েছে হাইকোর্ট৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *