নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের মন্তব্যে স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কয়লা পাচার মামলায় এর আগে একাধিক বার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ তলব করা হয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও৷ যদিও তিনি এখনও পর্যন্ত হাজিরা দেননি৷ বরং অভিষেক বারবার আর্জি জানিয়েছেন তাঁকে এবং তাঁর স্ত্রীকে যেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়৷ কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি ইডি৷
আরও পড়ুন- আইনত যৌনকর্মীর না বলার অধিকার থাকলেও বিবাহিত নারীর নেই: দিল্লি হাই কোর্ট
তদন্তকারী অফিসারদের দাবি, কয়লা কাণ্ডের তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছেন এই চক্রের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার বেআইনি কয়লা পাচারের টাকা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷ এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেককে৷ যদিও তিনি কলকাতায় জিজ্ঞাসাবাদের আর্জি জানালেও ইডি রাজি হয়নি৷ তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ৷ এদিন শীর্ষ আদালত ইডির কাছে জানতে চায়, কেন অভিষেক-রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না৷ জবাবে নিরাপত্তার কারণ দর্শায় ইডি৷ তদন্তকারী অফিসাররা জানান, কলকাতায় জেরা করা হলে নিরাপত্তার সমস্যা হতে পারে৷ এর পরেই সুপ্রিম কোর্ট জানায়, রাজ্য সরকারকে কলকাতায় ইডি আধিকারিকদের নিরাপত্তার নির্দেশ দেওয়া হবে৷ অভিষেকের আইনজীবীও জানিয়েছেন, কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হলে ইডি-কে সব রকম সাহায্য করা হবে৷ ১৭ মে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>