EPF- এর নিয়মে বড়সড় বদল, রাখা যাবে দু’টি অ্যাকাউন্ট, কারা এর আওতায় পড়বেন?

EPF- এর নিয়মে বড়সড় বদল, রাখা যাবে দু’টি অ্যাকাউন্ট, কারা এর আওতায় পড়বেন?

3 stocks recomended

নয়াদিল্লি:  এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং ভলেন্টিয়ারি প্রভিডেন্ট ফান্ডে যাঁদের বার্ষিক বিনিয়োগ আড়াই লক্ষের বেশি, তাঁদের জন্য সুখবর৷ এবার থেকে দুটি পিএফ অ্যাকাউন্ট রাখতে পারবেন তাঁরা৷ চলতি বছর বাজেটে অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামাইয়া ঘোষণা করেছিলেন, যাঁদের পিএফ অ্যাকাউন্টে যোগদান আড়াই লক্ষের বেশি, তাঁরা দুটি পৃথক অ্যাকাউন্ট রাখতে পারবেন৷ সেন্ট্রাল বোর্ড অফ ডিসট্রিক্ট ট্যাক্সেস অর্থাৎ (CBDT) এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ 

আরও পড়ুন- প্রধানমন্ত্রী মানধন যোজনায় অল্প টাকায় লাভবান হবেন কৃষকরা

CBDT-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএফ অ্যাকাউন্টে থাকা অর্থের ভিত্তিতে জমা সুদের উপর ট্যাক্সের জন্যে একটি পৃথক অ্যাকাউন্ট হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ মার্চ ২০২১ পর্যন্ত কোনও বিনিয়োগের উপর কর দিতে হবে না। তবে চলতি আর্থিক বছরে পিএফ অ্যাকাউন্টের উপর যে সুদ হবে, তা কর যোগ্য হবে। এবং এটি আলাদা ভাবে গণনা করা হবে।

CBDT এর তরফে আরও বলা হয়েছে, ১লা এপ্রিল ২০২২ থেকে নয়া নিয়ম কার্যকর হবে। ২০২১-২২ অর্থ বর্ষে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে আড়াই লক্ষের বেশি টাকার জমা পড়লে অতিরিক্ত রাশির উপর প্রাপ্ত সুদ করের আওতাধীন হবে৷ আগামী বছর ইনকাম ট্যাক্স ফাইলের মাধ্যমে এই বিষয়ে তথ্য দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনও ব্যক্তির পিএফ অ্যাকাউন্টে তাঁ সংস্থার যোগদান না থাকলে, অ্যকাউন্টের লিমিট হবে ৫ লক্ষ টাকা৷

আরও পড়ুন- এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুয়ারে পরিষেবা

 
উল্লেখ্য বিষয় হয়, পিএফ অ্যকাউন্টে যে আড়াই লক্ষ টাকা লিমিটের কথা বলা হচ্ছে, তা প্রাইভেট সংস্থায় কর্মরতদের জন্যে। সরকারি কর্মচারীদের জন্যে এটি প্রযোজ্য হবে না৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + eight =