চোখ রাঙাচ্ছে করোনা, এক দিনে পাঁচ আক্রান্তের মৃত্যু দেশে! সতর্ক করে দিল WHO

চোখ রাঙাচ্ছে করোনা, এক দিনে পাঁচ আক্রান্তের মৃত্যু দেশে! সতর্ক করে দিল WHO

COVID

কলকাতা: শীত বাড়তেই নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৫ জন৷ এমনকী মৃত্যু হয়েছে পাঁচ করোনা আক্রান্ত ব্যক্তির৷ বর্তমানে সারা দেশে কোভিডের শিকার ১,৭০১ জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার যে পাঁচ করোনা আত্রান্তের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে চার জনই কেরলের বাসিন্দা। অপর একজন উত্তরপ্রদেশের মানুষ ছিলেন৷ করোনা নিয়ে চিন্তা বাড়াচ্ছে কেরল৷ দক্ষিণী এই রাজ্যে মিলেছে করোনার নতুন একটি উপরূপের সন্ধান৷ নআ এই ভ্যারিয়েন্টের নাম জেএন.১। যদিও এখনও পর্যন্ত কেরলে মাত্র এক জনের শরীরেই ওই উপরূপের দেখা মিলেছে৷ গত সেপ্টেম্বর মাসে আমেরিকায় প্রথম দেখা মিলেছিল করোনার উপরূপ জেএন.১-এর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =