বর্ধমান: তাঁর ফোন ট্যাপ করা নিয়ে এদিন বিজেপি’কে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফোনে তাঁর কথোপকথন ফাঁস হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে৷ তা নিয়ে এদিন ক্ষোভ উগড়ে দেন তিনি৷
আরও পড়ুন- প্রচারের সময় কমালে, ভোটের দফা কেন কমানো হল না? কমিশনকে নিশানা মমতার
মমতা বলেন, বিজেপির মুখে উন্নয়নের কথা নেই৷ তাঁদের কোনও ইস্যু নেই৷ কিন্তু আমার ফোন ট্যাপ করছে৷ এর মানে আপনাদেরও সবার ফোন ট্যাপ৷ বাড়িতে কী রান্না হবে সে কথাও ট্যাপ করছে কেন্দ্রীয় সরকার৷ এই ঘটনার সিআইডি তদন্ত করা হবে বলেও হুঙ্কার তাঁর৷
মমতা বলেন, আমি মনে করি এই ঘটনার সিআইডি তদন্ত হওয়া উচিত৷ কারা এই কাজ করেছে, তা খুঁজে বার করা হবে৷ কে আমার ফোন ট্যাপ করেছে আমি জানতে চাই৷ কাউকে ছাড়া হবে না৷ ইতিমধ্যেই অনেকগুলো এফআইআর হয়েছে৷ তাঁর কথায়, বিজেপি দল বেঁধে এর প্রচার করেছে৷ অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী ও তাদের দাদালদের দিয়ে এই কাজ করেছে বিজেপি৷ তিনি জানান, ইতিমধ্যেই তিনি খুঁজে বার করে নিয়েছেন কে এই কাজ করেছে৷ কে কে এই খেলায় আছে৷ তাঁরা যদি ভেবে থাকে, তাঁদের ছেড়ে দেওয়া হবে, তাহলে ভুল৷