মেসি একা নন, কাতারে শেষ বিশ্বকাপ খেললেন আরও অনেক তারকাই, নেমারও কি?

মেসি একা নন, কাতারে শেষ বিশ্বকাপ খেললেন আরও অনেক তারকাই, নেমারও কি?

b279216be7334f827aa72ded0b4d0afd

কলকাতা:  রবিবাসরীয় রজনীতে ইতি পড়েছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এর৷ ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরেছেন লিয়োনেল মেসি৷ সেমিফাইনালে ওঠার পরই মেসি জানিয়ে দিয়েছিলেন, এটাই আন্তর্জাতিক কেরিয়ারে তাঁর শেষ বিশ্বকাপ৷ নীল-সাদা  জার্সিতে বিশ্বকাপের মঞ্চে তাঁকে আর দেখা যাবে না। তবে আর্জেন্টিনার জাতীয় দলে আরও কিছু দিন বল পায়ে জাদু দেখাবেন এলএম১০।

আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনাল-সহ একাধিক ম্যাচে রেফারিং নিয়ে শুরু হয়েছে বিতর্ক! ফিফার রেফারিং নিয়ে ক্ষুব্ধ একাধিক দেশ!

তবে জানেন কি শুধু মেসিই নন, কাতার বিশ্বকাপেই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে আরও এক ঝাঁক তারকার। সবুজ ঘাস চিড়ে তাঁরা আর বেশি দিন ছুটে বেড়াবেন না৷ অনেকে ইতিমধ্যেই অবসরের কথা ঘোষণা করে ফেলেছেন। কেউ কেউ আবার অবসরের কথা ঘোষণা না করলেও তাঁরা যে আগামী বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নেবেন, সেই সম্ভাবনাই প্রবল৷ ২০২৬ সালে পরবর্তী ফুটবল বিশ্বকাপ একসঙ্গে অনুষ্ঠিত হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোয়৷ এখন দেখা যাক কারা কারা নিজেদের কেরিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেললেন৷ 

ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন ফ্রান্সের করিম বেঞ্জেমা। কাতার বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিনই তিনি জানিয়ে দেন, আন্তর্জাতিক স্তরে আর ফুটবল খেলবেন না। তবে তাঁকে দেখা যাবে ক্লাব ফুটবলে৷ চোটের কারণে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। অভিযোগ, সুস্থ হওয়ার পরেও বালঁ দ্যর পুরস্কার জয়ী ফুটবলারকে বিশ্বকাপে খেলতে ডাকেননি ফরাসি কোচ দেশঁ। কোচের উপর অভিমানের কারণেই তিনি অবসর ঘোষণা করলেন বলে অনেকের অভিমত।

বিশ্বকাপ থেকে বিদায় নিলেন উরুগুয়ের তারকা ফুটবলার লুই সুয়ারেজ৷ বিশ্ব ফুটবলের মঞ্চ থেকে তাঁর দেশ বিদায় নিতেই ইনস্টাগ্রামে সুয়ারেজ জানিয়ে দেন, তিনি আর বিশ্বকাপ খেলবেন না৷ 

আগামী বিশ্বকাপে থাকছেন না বেলজিয়ামের ফুটবলার ইডেন হ্যাজার্ডও। কাতারের আগের দুই বিশ্বকাপেই সেমিফাইনালে পৌঁছেছিল বেলজিয়ান৷ তবে এবার গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল তারা। এর পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেন হ্যাজার্ড। দেশের জার্সিতে ৩৩টি গোল রয়েছে তাঁর৷

সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপটি খেলে ফেলেছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচও৷ ২০১৮ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন তিনি৷ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালও খেলেছিলেন৷ এ বছর তাঁরা শেষ করে তৃতীয় স্থানে। বিশ্বকাপ শেষ হওয়ার পর মদ্রিচ জানিয়েছেন, আরও কিছুদিন  দেশের জার্সিতে খেলতে চান তিনি৷ তবে আগামী বিশ্বকাপে ৩৭ বছরের এই ক্রোয়েশীয় তারকাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার তালিকায় সম্ভবত ঢুকে পড়বেন রবার্ট লেয়নডস্কিও৷  পোল্যান্ডের জার্সিতে বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেছিলেন সৌদি আরবের বিরুদ্ধে। ৩৪ বছর বয়সি এই পোলিশ তারকা ২টি বিশ্বকাপে খেলেছেন৷ আনুষ্ঠানিক ভাবে অবসরের কথা ঘোষণা না করলেও, পরের বিশ্বকাপে বার্সালোনার এই তারকার বয়স হবে ৩৮। ফলে আমেরিকা, কানাডা, মেক্সিকোয় তাঁকে দেখার সম্ভাবনা খুবই ক্ষীণ৷ 

অবসরের ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিশ্বজয়ী জার্মান দলের তারকা ফুটবলার থমাস মুলারও৷ কাতার বিশ্বকাপে অনেকেরই নজর ছিল প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের দিকে। কিন্তু সে ভাবে দাগ কাটতে পারেননি ৩৩ বছর বয়সে প্রথম বার বিশ্বকাপ খেলা বেল৷ যদিও অবসরের প্রশ্নে বেল জানিয়েছেন, ‘‘যত দিন পারব, খেলা চালিয়ে যাব।’’

শেষ বিশ্বকাপের তালিকায় রয়েছেন এডিনসন ক্যাভানিও। জীবনের শেষ বিশ্বকাপে বিতর্কেও জড়িয়েছেন তিনি। ঘানার বিরুদ্ধে ২-০ জয়ের পরেও ফিফার নিয়মে তাঁদের ছিটকে যেতে হয়। ম্যাচের পর ভারের মনিটরে ঘুষি মারতে দেখা গিয়েছিল ক্যাভানিকে।

তবে সবচেয়ে বেশি চর্চা যাঁকে নিয়ে, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ তিনি যদিও অবসর নিয়ে মুখ খোলেননি। তবে ৩৭ বছর বয়সি তারকা আগামী বিশ্বকাপে আর খেলবেন না বলেই ধরে নেওয়া যায়৷ ৫টি বিশ্বকাপ খেলেছেন এই কিংবদন্তী। তবে বিশ্বসেরা ট্রফি অধরাই থেকে গিয়েছে। আপাতত কোনও ক্লাবের সঙ্গেও যুক্ত নন সিআর৭৷ 

এতো না হয় বোঝা গেল৷ কিন্তু কাতার বিশ্বকাপেই কি বিশ্বাপের যাত্রা শেষ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারও? ৩০ বছর বয়সি এই তারকা বিশ্বকাপে চোটের কারণে একাধিক ম্যাচে খেলতে পারেননি। এর পর বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেওয়ার পর হতাশায় ডুবে অবসরের ইঙ্গিত দেন তিনি। ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের পর আবেগতাড়িত নেইমার বলেছিলেন, দেশের হয়ে তিনি হয়তো আর খেলবেন না৷ তবে নেইমারের বয়স কম। অনেকের মতে, তিনি আবেগের বশে অবসরের কথা বলেও চোট না থাকলে আগামী বিশ্বকাপে ফের মাঠে নামবেন এই তারকা৷