SSC-র পরবর্তী চেয়েরাম্যান কে? ৩ নাম ঘিরে চর্চা!

SSC-র পরবর্তী চেয়েরাম্যান কে? ৩ নাম ঘিরে চর্চা!

কলকাতা: নিয়োগে দুর্নীতি৷ একের পর এক মামলা৷ শাসকের সঙ্গে বনিবনায় সমস্যা! অপসারিত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷ আপাতত কমিশনের দায়িত্ব সামলাচ্ছেন প্রধান সচিব৷ কিন্তু সৌমিত্র সরকারের ফেলে যাওয়া পদে বসতে চলেছেন কে? কে হবেন স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী চেয়ারম্যান? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ ঘুড়ছে তিনটি নাম৷

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে মোট দু’দফায় শিক্ষক নিয়োগ হয়েছে৷ আর দুটি দফায় শিক্ষক নিয়োগ করতে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে ৫ বার রদবদল ঘটেছে৷ কিন্তু তাতেও নিয়োগে অনিয়ম, দুর্নীতি, মামলা, কিছুই রক্ষা পায়নি৷ বরং উত্তরোত্তর তা বেড়েছে৷ কিন্তু প্রশ্ন উঠছে, উচ্চ প্রাথমিক-সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে কীভাবে গতি আসবে? সৌমিত্র সরকারের ফেলে যাওয়া পদে বসবেন কে?

জানা গিয়েছে, তৃণমূল সরকারের আমলে প্রথম স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব গ্রহণ করেন চিত্তরঞ্জন মণ্ডল৷ এরপর কমিশনের চেয়ারম্যানের বসেন প্রদীপ শূর৷ প্রদীপ শূরের পর কমিশনের চেয়ারম্যান পদে বসান সুবীরেশ ভট্টাচার্য৷ এই মুহূর্তে তিনি অধ্যক্ষ পরিষদের প্রধান মুখ৷ তৃণমূলের নাগরিক আইনের প্রতিবাদী ধর্নাস্থলেও দেখা গিয়েছে তাঁকে৷২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন সুবীরেশবাবু৷ এরপর চেয়ারম্যান পদে বসেন শর্মিলা মিত্র৷ শর্মিলা মিত্র পদত্যাগের পর কমিশনের চেয়ারে বসেন সৌমিত্র সরকার৷ তাঁর আমলে উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়৷ কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া ঘিরে ওঠে একাধিক দুর্নীতির অভিযোগ৷ লাগাতার অনিয়ম, মামলা ও শাসক দলের সঙ্গে ঠিকঠাক বনিবনা না হওয়ায় অপসারিত হন সৌমিত্র৷

কিন্তু শোনা যাচ্ছে, ২০২১ সালে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে চেয়ারম্যান পদে গুরুত্বপূর্ণ কাউকে বসাতে পারে রাজ্য৷ আগামী বছর বিধানসভা নির্বাচন৷ তার আগে এসএসসি চেয়ারম্যান পদে অতি বিশ্বস্ত কাউকে বসাতে চাইছে রাজ্যের শাসক দল৷ যাতে শ্যাম ও কূল দুই রাখা যায়৷ আর সেই দিকে লক্ষ্য রেখে বেশ কিছু অঙ্ক কষছে শাসক দল৷

সূত্রের খবর, এসএসসি চেয়ারম্যান পদের জন্য বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে বিকাশ ভবনে৷ নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনও গরমিল দেখা না যায়, সেদিকে সতর্ক নজর রেখে খুব সম্ভবত সুবীরেশ ভট্টাচার্যকে ফিরিয়ে আনা হতে পারে৷ অথবা বর্তমান স্কুল সার্ভিস কমিশনের প্রধান সচিব অশোক সাহা উপর আস্থা রাখতে পারে শিক্ষা দপ্তর৷ মূলত এই দুটি নাম নিয়ে শুরু হয়েছে সব থেকে বেশি চর্চা৷ তবে, অন্য একটি মাধ্যমে পাওয়া খবর বলছে, স্কুল সার্ভিস কমিশনের আঞ্চলিক শাখার প্রধানদের মূল অফিসে এনে দায়িত্ব দেয়া হতে পারে৷ তবে সেই সম্ভাবনা ভীষণ কম বলেই মনে করা হচ্ছে৷ এছাড়াও আরও একটি নাম ঘোরাফেরা করছে৷ ওয়েস্টার্ন ডিজাইনের চেয়ারম্যান সিরাজউদ্দিন শেখের নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + one =