বিজেপি সভাপতি নাড্ডা’র মাসে আয় কত জানেন? চমকে উঠবেন

বিজেপি সভাপতি নাড্ডা’র মাসে আয় কত জানেন? চমকে উঠবেন

নয়াদিল্লি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোমবার বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি পদে দায়িত্ব দিলেন জেপি নাড্ডা৷ পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ আনুষ্ঠানিক ভাবে জেপি নাড্ডার নাম ঘোষণা করলেন প্রাক্তন বিজেপি সভাপতি তথা দেশের বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷

এমনিতে কানাঘুঁষো শোনা যাচ্ছিল, সভাপতি পদে আসতে পারেন কার্যকারী সভাপতি জেপি নাড্ডা৷ আস সেই ইঙ্গিত মিলিয়ে নতুন সভাপতি হিসেবে অমিত শাহ নাড্ডার নাম ঘোষণা করলেন৷
কে এই জেপি নাড্ডা? জানা গিয়েছে, ১৯৯৩ সালে প্রথমবার হিমাচল প্রদেশ বিধানসভায় তিনি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন৷ ১৯৯৮ সালেও জয়ের ধারা বজায় থাকে নাড্ডার৷ তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালন করেছেন৷ ২০১২ বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দীতা না করে সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হন৷ এই ভাবেই তাঁর জাতীয় স্তরের রাজনীতিতে আত্মপ্রকাশ৷

২০১৮ সালে নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামায় জেপি নাড্ডা জানিয়েছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ৷ কমিশনে হফলনামা গিয়ে নাড্ডা জানান, তাঁর ওই বছরে মোট সম্পদের পরিমাণ ছিল ৩ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার ৮৫২ টাকা৷ ঋণ রয়েছে ৯ লক্ষ টাকার কাছাকাছি৷ ২০১৭-২০১৮ অর্থ বর্ষে নাড্ডা বার্ষিক ১৯ লক্ষ ২ হাজার টাকা ৯৮৮ টাকা আয়ের হিসাবে আয়কর দিয়েছিলেন৷ স্ত্রীর আয় দেখিয়েছেন ১১ লক্ষ ১৮ হাজার ৯৭৫টাকা৷ স্বামী-স্ত্রী মিলিয়ে নাড্ডা পরিবারের আয় ৩০ লক্ষ ২১ হাজার ৮৭৩ টাকা৷ অর্থাৎ মাসিক আয় ২ লক্ষ ৫১ হাজার টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =