মুম্বই: শেয়ার বাজারে রেকর্ড৷ মঙ্গলবার স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সেনসেক্স বিশাল লাফ দিয়েছে এবং প্রথমবারের মতো ৭৫ হাজারের গণ্ডি ছাড়িয়েছে এবং ৭৫,১২৪.২৮ এ খোলা হয়েছে যা সর্বকালের উচ্চ স্তর৷
সেইসঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটি সূচকও রকেটের গতিতে ছুটেছে এবং ২২,৭০০এর নতুন শিখর স্পর্শ করেছে। স্টক মার্কেটে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাই ১,৬৬২টি শেয়ারের দাম বেড়েছে, যেখানে ৫৮৪টি শেয়ারের দাম কমেছে। ৯৭টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি।
গোদরেজ প্রপার্টিজের শেয়ার বিএসইতে ৫.৮৫ শতাংশ বা ১৫১ টাকা বেড়ে ২,৭৩৯.৪০ টাকায় লেনদেন করছে। এর বাইরে ইনফোসিসের শেয়ার ১৫০৮ টাকায় পৌঁছেছে। অন্যান্য ক্রমবর্ধমান স্টকগুলির মধ্যে রয়েছে টাটা স্টিল, এইচসিএল টেকনোলজিস, এক্সাইড ইন্ডাস্ট্রিজ এবং টাটা গ্রুপ কোম্পানি ভোল্টাস। বিগত কয়েকদিন ধরেই ওঠা-নামা করছিল সেনসেক্সের সূচক।
নিফটি ৫০-ও একটি উচ্চতায় গিয়ে আটকে গিয়েছিল। সপ্তাহ শেষে বাজার বন্ধ হওয়ার আগে স্টক মার্কেটের গতিবিধি দেখে বাজার বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন, সোমবার বাজার খুললেই চড়বে সেনসেক্সের সূচক৷ সেটাই ঘটেছিল৷ সোমবারও মালামাল ছিল শেয়ার বাজার। বাজার খুলতেই চড়চড়িয়ে উঠেছিল সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞরা বলছেন বৈশ্বিক শেয়ার বাজারের ভাল অবস্থান ও বিদেশি বিনিয়োগ আসার কারণেই দেশের শেয়ার বাজারও ঘুরে দাঁড়াতে পেরেছে৷