‘কোন দলের প্রার্থী?’ প্রশ্ন শুনেই ক্ষিপ্ত নয়না, তীব্র বচসা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে

‘কোন দলের প্রার্থী?’ প্রশ্ন শুনেই ক্ষিপ্ত নয়না, তীব্র বচসা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে

 

কলকাতা: চৌরঙ্গির মেট্রোপলিটন স্কুলে বুথে ঢোকার সময় তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়কে বাধা৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চরম বচসা তৃণমূল প্রার্থীর৷ নয়না বলেন, ‘‘আমি একজন প্রার্থী৷ আমাকে কেন বাধা দেওয়া হবে? কেন জিজ্ঞাসা করা হবে কোন দলের প্রার্থী? আপনারা এই প্রশ্ন করতে পারেন না৷’’ 

আরও পড়ুন- কবি প্রয়াণের ৮ দিনের মাথায় জীবনাবসান শঙ্খ-জায়ার

আজ ভোট দেওয়ার পর বিভিন্ন বুথে বুথে ঘুরছেন নয়না বন্দ্যোপাধ্যায়৷ তেমনই চৌরঙ্গিতে মেট্রোপলিটন ইনস্টিচটিউটে আসেন তিনি৷ সেখানে আসার পর ভিতরে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়৷ বিএসএফ জওয়ানরা বলেন, এখানে প্রার্থীরা ঢুকতে পারবেন না৷ শুধু ভোটাররাই ঢুকতে পারবে৷ এর প্রতিবাদ জানান নয়না৷ তিনি যথন জানান তিনি প্রার্থী৷ তখন প্রশ্ন করা হয় তিনি কোন দলের প্রার্থী৷ এই প্রশ্নে মেজাজ হারান তৃণমূল প্রার্থী৷ ক্ষুব্ধ নয়না বলেন, কেন একজন প্রার্থী জানাবেন তিনি কোন দলের৷ তিনি কোন দলের তা দানায় দরকার নেই কেন্দ্রীয় বাহিনীর৷ সেক্টর অফিসার এবং নির্বাচন কমনিশনকেও গোটা বিষয়টি জানান নয়না৷   
     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =