লোকসভার ফেজ ১-এ কোন কোন হাইপ্রোফাইল কেন্দ্রে ভোট আজ?

লোকসভার ফেজ ১-এ কোন কোন হাইপ্রোফাইল কেন্দ্রে ভোট আজ?

highprofile constituencies

কলকাতা: লোকসভা নির্বাচন ২০২৪ শুরু হয়ে গিয়েছে৷ আজ দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনের একাধিক হাইপ্রোফাইল কেন্দ্রে চলছে নির্বাচন৷ জানেন বাংলা সহ দেশের কোন কোন রাজ্যের কোন কোন গুরুত্বপূর্ণ কেন্দ্রে ভোট চলছে আজ? 

হাইপ্রোফাইল কেন্দ্র highprofile constituencies

হাইপ্রোফাইল কেন্দ্র:
পশ্চিমবঙ্গ- আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার
উত্তরপ্রদেশ-সাহারানপুর, রামপুর, পিলভিট, মুজাফফরনগর
মহারাষ্ট্র- রামটেক, নাগপুর, চন্দ্রপুর
অসম- ডিব্রুগড়, সনিতপুর, জোরহাট
ছত্তিশগড়- বস্তার
বিহার- জামুই, গয়া
জম্মু ও কাশ্মীর- উধমপুর
মধ্যপ্রদেশ- চিন্দওয়াড়া
তামিলনাড়ু- চেন্নাই নর্থ, চেন্নাই সাউথ, চেন্নাই সেন্ট্রাল, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, কন্যাকুমারি
রাজস্থান- বিকানের, শিকার, চুরু, নগৌর, আলওয়ার
অরুনাচল প্রদেশ- অরুনাচল ওয়েস্ট

নাগপুর থেকে লড়ছেন বিজেপির নীতিন গড়কড়ি, উপত্যকার উধমপুর থেকে বিজেপির জিতেন্দ্র সিং, অরুনাচল প্রদেশের অরুনাচল ওয়েস্ট থেকে বিজেপির কিরণ রিজিজু, অসমের জোরহাট থেকে কংগ্রেসের গৌরব গগৈ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eighteen =