জ্যোতিপ্রিয়র লকারে থাকা অতিরিক্ত গয়না কোথায় গেল? বালুকাণ্ডে ঘুরছে খেলা

জ্যোতিপ্রিয়র লকারে থাকা অতিরিক্ত গয়না কোথায় গেল? বালুকাণ্ডে ঘুরছে খেলা

কলকাতা: ক্রমেই নিজের অবস্থান বদল করছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বদলে যাচ্ছে বয়ান৷ এমতাবস্থায় শুধু বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই নন, তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ও তাঁর স্ত্রীর সম্পত্তি ও গয়নার হদিশ পেতে মরিয়া হয়ে উঠছেন ইডির গোয়েন্দারা। সেই লক্ষ্যেই ইডির গোয়েন্দারা পৌঁছে যান তাদের ব্যাঙ্কের লকারে৷ কিন্তু, সেখানে গিয়ে তাঁরা দেখেন লকারে অতিরিক্ত গয়না নেই। তবে কি পরিস্থিতি বেগতিক বুঝে গয়না সরিয়ে ফেলল মল্লিক পরিবার? 

বালুর সম্পত্তির পাশাপাশি ইডি-র স্ক্যানারে রয়েছে বাকিবুর রহমানের তিনটি সংস্থা৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই তিনটি সংস্থার মাধ্য়মে কালো টাকা সাদা করা হয়েছে৷ বাকিবুরকে সামনে রেখে অনৈতিক কাজের চক্র গড়ে তুলেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। 

সূত্রের খবর, জ্যোতিপ্রিয়-কন্য়া প্রিয়দর্শিনী ইডির জেরায় জানিয়েছিলেন, ওই সংস্থার নামে কিছু সম্পত্তি কেনা হয়েছিল৷ সেই সব নথির কথাও তিনি জানতে পেরেছিলেন। তবে নানা ক্ষেত্রে তাঁরা বয়ানের বদল ঘটে৷ জ্যোতিপ্রিয়কে তাঁর স্ত্রী ও মেয়ের সামনে বসিয়েও একাধিক প্রশ্ন করা হয়। বাকিবুরের সংস্থায় যে তাঁর নিয়ন্ত্রণ ছিল, প্রথমে সে কথা এড়িয়ে যান বালু। পরে সেই বয়ানেরও বদল ঘটে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *