সব আসনে ‘জবরদস্ত’ প্রার্থী কোথায় বিজেপির? তালিকায় চার কেন্দ্রের নাম না থাকায় উঠছে প্রশ্ন

সব আসনে ‘জবরদস্ত’ প্রার্থী কোথায় বিজেপির? তালিকায় চার কেন্দ্রের নাম না থাকায় উঠছে প্রশ্ন

bjp

নিজস্ব প্রতিনিধি: বহু টালবাহানার পর রবিবার রাতে বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে সেখানে বড় চমক কিন্তু নেই। চমক বলতে দিলীপ ঘোষের কেন্দ্র বদল। তবে তাঁকে যে মেদিনীপুরে টিকিট দেওয়া হবে না সেটা বহুদিন আগেই জানা গিয়েছিল। দিলীপ লড়বেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। এছাড়া প্রত্যাশা মতো প্রার্থী হয়েছেন তাপস রায়, অর্জুন সিংহ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রমুখ। তবে এত দেরি করে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা বিজেপি প্রকাশ করলেও এই তালিকায় বেশ কিছু ‘জবরদস্ত’ নাম থাকে কিনা তা নিয়ে বিশেষ কৌতূহল ছিল রাজনৈতিক মহলের। তবে তেমন বড় চমক নেই এই তালিকায়। দমদম কেন্দ্রে শীলভদ্র দত্ত, বারাসতে স্বপন মজুমদার, মথুরাপুরে অশোক পুরকাইতরা কতটা লড়াই দিতে পারবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই। সবচেয়ে বড় কথা ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করতে পারল না বিজেপি। তবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সকলেই ভয় পাচ্ছেন? সেই কারণেই এই কেন্দ্রে প্রার্থীর নাম এদিনও ঠিক করতে পারল না বিজেপি? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে।

 

বিজেপি পশ্চিমবঙ্গ থেকে ৩৫টি আসনে জেতার স্বপ্ন দেখছে। সেই জায়গা থেকে আরও হেভিওয়েটরা বিজেপির টিকিটে ভোটে লড়বেন এমনটা অনেকেই ভেবেছিলেন। কিন্তু নতুন মুখ হিসেবে যাদের নাম ঘোষিত হয়েছে তাঁরা কেউই হেভিওয়েট বলে পরিচিত নন। সবমিলিয়ে বিজেপির দ্বিতীয় দফার তালিকা কিন্তু ততটা আকর্ষণীয় হল না।

জলপাইগুড়ি: জয়ন্ত রায়
দার্জিলিং : রাজু বিস্তা
রায়গঞ্জ: কার্তিক পাল
জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ
কৃষ্ণনগর: অমৃতা রায়
ব্যারাকপুর: অর্জুন সিংহ
দমদম: শীলভদ্র দত্ত
বারাসত: স্বপন মজুমদার
বসিরহাট : রেখা পাত্র
মথুরাপুর : অশোক পুরকাইত
কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী
কলকাতা উত্তর : তাপস রায়
উলুবেরিয়া: অরুণ উদয় পাল
শ্রীরামপুর: কবীর শংকর বসু
আরামবাগ: অরূপ কান্তি দিগার
তমলুক : অভিজিৎ গঙ্গোপাধ্যায়
মেদিনীপুর: অগ্নিমিত্রা পাল
বর্ধমান পূর্ব : অসীম কুমার সরকার
বর্ধমান দুর্গাপুর:  দিলীপ ঘোষ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *