মলয় ঘটক কোথায়? দিল্লিতে ইডি-র দফতরে গেলেন কি? জানা নেই তাঁর দফতরে

মলয় ঘটক কোথায়? দিল্লিতে ইডি-র দফতরে গেলেন কি? জানা নেই তাঁর দফতরে

354524c7c5dfaddbca089ad0f9d154d5

কলকাতা:  কয়লা পাচার মামলায় সোমবার রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কিন্তু মলয় ঘটক কোথায়? দিল্লি গেলেন কি? 

সোমবার সকাল ১১টা পর্যন্ত তাঁর দিল্লি যাওয়ার কোনও ইঙ্গিত মেলেনি। তাঁর দফতরে যোগাযোগ করা হলে বলা হয়, মন্ত্রী কোথায় আছেন, তা তাঁদের জানা নেই৷ মলয় ঘটকের সঙ্গেও ফোনে যোগাযোগ করা যায়নি।

গত সপ্তাহে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দেওয়ার জন্য রাজ্যের আইন মন্ত্রীকে নোটিস দেওয়া হয়েছিল। বলা হয়, ২৬ তারিখ হাজিরা দিতে হবে। বেআইনি কয়লা পাচার মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করতেই মন্ত্রীর আসানসোল ও কলকাতার বাড়ি এবং রাজভবনের কোয়ার্টারে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়। 

তারও আগেও গত ১৯ জুন মলয়কে দিল্লিতে ডাকা হয়েছিল। তিনি দিল্লিতে হাজিরা দেবেন কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল৷ যদিও শেষমেশ তিনি দিল্লি যাননি৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, মলয় ঘটককে এর আগেও বেশ কয়েকবার দিল্লিতে তলব করা হয়েছে৷ কিন্তু, তিনি কোনও বারই হাজিরা দেননি৷ আজ দিল্লি যাবেন কিনা, সেদিকেই নজর সকলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *