ভোট দিতে গিয়ে দেখলেন তাঁরা ‘মৃত’, বিচিত্র অভিজ্ঞতা তিন ভোটারের

ভোট দিতে গিয়ে দেখলেন তাঁরা ‘মৃত’, বিচিত্র অভিজ্ঞতা তিন ভোটারের

0fb39901d2ca13ab0cc715bb8126f330

সুতি:  ভোট দিতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিন ভোটার৷ হাতে ভোটার কার্ড নিয়ে ভোট দিতে গিয়ে দেখলেন তাঁরা ‘মৃত’৷ অর্থাৎ ভোটার তালিকায় তাঁদের নামের পাশে মৃত বলে লেখা রয়েছে৷ এই অদ্ভূত ঘটনার সাক্ষী থাকল সুতি বিধানসভার আপানিয়া৷ ৭৩ নম্বর বুথের ঘটনা৷

আরও পড়ুন- আসেনি করোনার রিপোর্ট, তিন দিন ধরে হাসপাতালে পড়ে দেহ, ধোঁয়াশায় পরিবার

প্রসঙ্গ, দিন কয়েক আগে এই অঞ্চলে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠি৷ সেখানে দেখা গিয়েছিল ভোটার তালিকায় তাঁর নামের পাশে লেখা রয়েছে মৃত কথাটি৷ যেন সেই ঘটনারই বাস্তব রূপ দেখল সুতি৷ একজন নবীন ও এক প্রবীণ ভোটার এই বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলেন৷  প্রথমবার ভোট দিতে গিয়েই এই বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হলেন নবীন ভোটার৷ তিনি বলেন, প্রথমবার  ভোট দিতে গিয়েছিলেন৷  কিন্তু বলা হল আমি নাকি ‘মৃত’৷  তাই আমাকে ভোট দিতে দেওয়া হল না৷ আবার রনিজিৎ দাস নামে প্রবীণ ভোটার বলেন, ভোট দিতে গিয়ে শুনি আমার নাম কাটা গিয়েছে৷ তোমাকে মৃত বলে দেখানো হয়েছে৷ এর পর আবেদনপত্র নিয়ে যাই৷ তার পরেও ভোট দিতে দেয়নি৷  একই কারণে ফেরানো হয় এক মহিলা ভোটারকেও৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *