ফাঁস হচ্ছে হোয়াটসঅ্যাপের গোপন চ্যাট! দেখুন কী বলল কর্তৃপক্ষ

ফাঁস হচ্ছে হোয়াটসঅ্যাপের গোপন চ্যাট! দেখুন কী বলল কর্তৃপক্ষ

 

নয়াদিল্লি: স্মার্ট ফোনের দৌলতে আমাদের একুশ শতকীয় দৈনন্দিন জীবনে এখন হোয়াটসঅ্যাপের বিকল্প নেই। উঠতে বসতে চলতে ফিরতে কাজে অকাজে হোয়াটসঅ্যাপ আমাদের নিত্যসঙ্গী। এহেন হোয়াটসঅ্যাপেই কিনা ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য? বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি ঠিক কী কথা বলছেন, হোয়াটসঅ্যাপ তার সুরক্ষা দিতে পারছে না? এবার এমনই একগুচ্ছ অভিযোগের জবাবদিহি করল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

বেশ কিছু দিন ধরেই হোয়াটসঅ্যাপের তথ্য, বন্ধু-বান্ধবের সঙ্গে ব্যক্তিগত কথাবার্তা প্রভৃতি বিভিন্ন সার্চ ইঞ্জিনে ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। একের পর এক আপডেটের পরেই নাকি এই ঘটনা ঘটছে, এমনটাই দাবি করছিলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের একাংশ। সেই অভিযোগ ও ব্যবহারকারীদের বিভ্রান্তি দূর করতে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পেশ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

ওই বিবৃতিতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের সদ্য বদল হওয়া প্রাইভেসি পলিসির (privacy policy) মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজের গোপনীয়তা কোনোভাবেই ক্ষুণ্ন হবে না। বরং এই নতুন ব্যবস্থায় আনা হয়েছে হোয়াটসঅ্যাপে ব্যবসা সংক্রান্ত কাজের কিছু অভিনব পরিবর্তন।

ফেসবুকের মালিকানাধীন হয়ে পড়ার পর থেকেই হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নিয়ে বিভিন্ন মহল থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে। এদিন হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে পোস্টের মাধ্যমে জানানো হয়, “হোয়াটসঅ্যাপ আপনাদের মেসেজ পড়তে বা ফোনে আপনাদের কথাবার্তা শুনতে পায় না। ফেসবুকও পায় না। আপনাদের শেয়ার করা অবস্থানও হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কেউ দেখতে পায় না।” এখানেই শেষ নয়, হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যক্রমও যথেষ্ট নিরাপদ বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বলা হয়েছে, নতুন পরিবর্তিত ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারী চাইলে নিজের মেসেজ অদৃশ্য করে দিতেও পারবেন।

হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত কথাবার্তা সবসময়ই end-to-end encrypted, এমনটাই দাবি করেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয় বার হোয়াটসঅ্যাপের তরফ থেকে বিবৃতি দিয়ে মানুষের বিভ্রান্তি দূর করার চেষ্টা চালানো হল। আগামী ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের নতুন privacy policy কার্যকর হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =