প্রাইভেসি পলিসি গ্রহণের শেষ দিন ঘোষণা করল হোয়াটসঅ্যাপ! জেনে নিন কবে

প্রাইভেসি পলিসি গ্রহণের শেষ দিন ঘোষণা করল হোয়াটসঅ্যাপ! জেনে নিন কবে

3 stocks recomended

নয়াদিল্লি: প্রাইভেসি পলিসি গ্রহণের ক্ষেত্রে ফের সময়সীমা বাড়াল মার্কিন সংস্থা হোয়াটসঅ্যাপ। এবার গ্রাহকদের প্রাইভেসি পলিসি গ্রহণের শেষ দিন ১৫ মে ধার্য করা হল।

কিন্তু এই প্রাইভেসি পলিসি গ্রহণ না করলে কী হবে? এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চ্যাটিং সংস্থা হোয়াটসঅ্যাপের তরফে৷ স্পষ্ট করা হয়েছে, হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি নির্দিষ্ট দিনের মধ্যে না গ্রহণ করলে প্রথমে সাময়িক নোটিফিকেশনে সমস্যা হতে পারে। পাশাপাশি পলিসি গ্রহণের শেষ দিনের পরেও ১২০ দিন হোয়াটসঅ্যাপ একাউন্টটি চালু থাকবে৷ কিন্তু ম্যাসেজ বা অডিও কল বা ভিডিও কল রিসিভ করে গেলেও পাঠানো যাবে না। পরবর্তীতে এটিও বন্ধ হয়ে আসবে শেষ অব্দি গ্রাহকের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

পাশাপাশি এও জানানো হয়েছে, এই প্রাইভেসি পলিসি নিয়ে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া দ্বিধাকে কাটিয়ে তুলতে একটি নতুন এফএকিউ বা ফ্রিকুয়েন্টলি কোশ্চেন পেজ তৈরি করা হবে। পাশাপাশি হোয়াটসঅ্যাপ সংস্থা এও জানিয়েছে, ১৫মে’র আগে অব্দি চ্যাট, ছবি, ভিডিও এবং নথি এক্সপোর্ট করতে পারবেন ব্যক্তিগত স্টোরেজে, তারপরেও নেওয়া যাবে এই পলিসি৷ প্রথমে চলতি বছরের শুরুতেই ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রাইভেসি পলিসি গ্রহণ করা বাধ্যতামূলক বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। কিন্তু এই পলিসির বিবরণ পড়েই সিংহভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই পলিসি গ্রহণে অনীহা দেখান। তার চাপে পড়ে পলিসি গ্রহণের শেষ সময় কিছুদিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও বিশেষ কাজ না হওয়ায় নিজেদের পিলিসিতে বেশ কিছু পরিবর্তন করে এই চ্যাটিং অ্যাপ সংস্থা। আর তারপরেই এই নতুন পলিসি গ্রহণের সময়সীমা নির্দিষ্ট করল হোয়াটসঅ্যাপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =