অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় প্রয়াত বাপ্পি লাহিড়ি, এই রোগের উপসর্গ কী?

অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় প্রয়াত বাপ্পি লাহিড়ি, এই রোগের উপসর্গ কী?

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যায় নিভেছিল ‘সন্ধ্যা’ প্রদীপ৷ মধ্যরাতে এল আরও এক দুঃসংবাদ৷ মাত্র ৬৯ বছর বয়সে চলে গেলেন প্রখ্যাত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি৷ বাঙালির ঘুম ভাঙল তাঁর মৃত্যুর খবরে৷ চিকিৎসকরা জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায়  আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঙ্গীত শিল্পীর৷ শিল্পীর মৃত্যুর খবরে এই রোগ সম্পর্কে কৌতুহল তৈরি হয়েছে৷ কিন্তু কী এই অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া? 

আরও পড়ুন- সংক্রমণ ৯৯% কমানো সম্ভব! করোনা বধে এবার এল ‘ন্যাজাল স্প্রে’

বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া রয়েছে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাস জনিত একটি অসুখ। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়। শ্বাস-প্রশ্বাস অনিয়মিত হয়ে যায়৷ কখনও শ্বাস শুরু হয়, কখনও আবার আচমকা বন্ধ হয়ে আসে৷ ফলে ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। চিকিৎসকরা জানাচ্ছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত ব্যক্তিদের গলার পেশি সাধারণ মানুষের তুলনায় বেশি শিথিল হয়ে আসে। গলার এই পেশিই আল জিহ্বা, জিহ্বা, টাকরা এবং টনসিলের মতো অংশগুলিকে ধরে রাখে। ফলে এই পেশি অতিরিক্ত শিথিল হয়ে গেলে শ্বাস নেওয়ার পথটি বন্ধ হয়ে যায়। তার ফলে ঘুমের মধ্যে আচমকাই শ্বাস প্রশ্বাসের সমস্যা শুরু হয়। মাত্র ১০ সেকেন্ড এই পরিস্থিতি থিতু হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।

এই রোগের বেশ কিছু উপসর্গ রয়েছে৷ তার মধ্যে লক্ষণীয় উপসর্গ হল জোড়ে জোড়ে নাক ডাকা। এ ছাড়াও একটুতেই হাফিয়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি ভাব, ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে আসা, আচমকা ঘুম ভেঙে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়ার মতো লক্ষণগুলি দেখা যায়৷ চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত ওজন,  উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, শ্বাসনালীর সমস্যা এই রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়৷ গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত, তাঁদের  ঘুমের মধ্যে মৃত্যুর আশঙ্কা সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। এই রোগে ঘুমের মধ্যে হ্রদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়৷